বাংলা৭১নিউজ, সাতক্ষীরা প্রতিনিধি : নিখোঁজের ছয়দিন পর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সীমান্তের জিরোপয়েন্ট এলাকার ব্রিজের নিচ থেকে কালামুল্লাহ বাবলু (৬০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। কালামুল্লাহ বাবলু সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার মৃত রেজাউল করিমের ছেলে।
ভোমরা স্থল বন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে বিকালে সীমান্তের মেইন পিলার ৩ এর সাব পিলার ২ এর কাছাকাছি সীমান্তের জিরোপয়েন্টে অবস্থিত ব্রীজের নীচ থেকে বাবলুর লাশ উদ্ধার করা হয়। তার এ সময় পরনে ছিল জিনস এর প্যান্ট, কালো গেঞ্জি, মাথায় উলেন টুপি ও পায়ে কেটস। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বাবলু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গত ২২ জানুয়ারি সরস্বতী পূজার দিন তিনি ভোমরা বন্দরে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।
পরিবারের সদস্যরা আরো জানান, অতিরিক্ত মদপান করে ওই দিন বাবলু সীমান্ত পেরিয়ে ভারতে যান এবং বিএসএফ’র হাতে ধরা পড়েন, এমন খবর জানতে পেরে পাসপোর্ট নিয়ে পরিবারে একজন সদস্যকে বসিরহাট জেলখানায় খোঁজ নিতে পাঠানো হয়। কিন্তু সেখানে তার খোঁজ মেলেনি।
বাংলা৭১নিউজ/জেএস