বাংলা৭১নিউজ, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সখিপুর ইউনিয়নের ছৈয়ালকান্দি গ্রামের ধান ক্ষেত থেকে নিখোঁজ হওয়ার ৮দিন পরে তৃতীয় শ্রেনীর ছাত্রী লিজার গলিত লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
গলিত লাশটি উদ্ধার করেই ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
শিশু লিজা একই ইউনিয়নের সরদার কান্দি গ্রামের লেহাজ উদ্দিন শেখের মেয়ে। গত (১৫ জুলাই) শনিবার স্কুলে না গিয়ে সখিপুর বাজার থেকে ভাড়া করে সাইকেল চালাতে গিয়ে নিখোজ হয়। এরপরে আর তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে মৃত শিশুর চাচি নাসরিন বেগম ঘটনার একদিন পর (১৬ জুলাই) রবিবার সখিপুর থানায় একটি সাধারণ ডাইরী করেন।
শনিবার সকাল ১০টার দিকে শাক তুলতে গিয়ে এক মহিলা দেখতে পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী সখিপুর থানায় সংবাদ দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
সখিপুর থানার অফিসার্স ইনচার্জ একেএম মঞ্জুরুরুল হক আকন্দ বলেন, সংবাদ পেয়ে সখিপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। শিশুটি নিখোজ হওয়ার পরের দিনই তার চাচি থানায় একটি সাধারণ ডাইরী করেছিল। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলা৭১নিউজ/জেএস