না ফেরার দেশে চলে গেলেন সাবেক বার্সেলোনা এবং স্পেনের কিংবদন্তি ফুটবলার লুইস সুয়ারেজ। শুধু বার্সেলোনাই নয় ইন্টার মিলানের হয়েও মাঠ কাঁপিয়েছিলেন তিনি। এ কারণে এই সাবেক তারকা ফুটবলারের মৃত্যুতে শোকাহত দুই ক্লাব।
রোববার ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্প্যানিশ এই তারকা ফুটবলার। দুই ক্লাবে ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি। ফুটবলের ইতিহাসে একমাত্র স্প্যানিশ পুরুষ ফুটবলার হিসেবে জিতেছেন ব্যালন ডি’অরও।
ক্লাবের সাবেক ফুটবলার ও ম্যানেজারের মৃত্যুর খবর জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে বার্সেলোনা। ১৯৫৪ সাল থেকে টানা ৭ বছর এই ক্লাবের হয়ে খেলেছেন সুয়ারেজ। দু’টি লা লিগাসহ ছয়টি ট্রফি এনে দেন কাতালানদের। এরপর যোগ দেন ইন্টার মিলানে। ওই সময়ে রেকর্ড গড়া ট্রান্সফারের বিনিময়ে ইটালির ক্লাবে যোগ দেন সুয়ারেজ। ইন্টারের হয়েও তিনটি সিরি-আ ট্রফি জেতেন তিনি।
শুধু ক্লাব নয়, স্পেনের জার্সি গায়েও দারুণ সাফল্য পেয়েছিলেন সুয়ারেজ। ১৯৬৪ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ক্যারিয়ার শেষে বার্সেলোনা ও ইন্টার মিলানের পাশাপাশি স্পেনের জাতীয় দলেও কোচের দায়িত্ব পালন করেন। ১৯৯০ বিশ্বকাপেও স্পেনের কোচ ছিলেন। যদিও ফুটবলার হিসেবে যতটা সফল ছিলেন, কোচ হিসেবে ততটা সফল হতে পারেননি।
প্রিয় ফুটবলারের মৃত্যুতে শোকাহত বার্সেলোনা ও ইন্টার মিলান দুই ক্লাবই। সুয়ারেজকে শ্রদ্ধা জানিয়ে তার একটি ভিডিও পোস্ট করেছে ইতালিয়ান ক্লাবটি। অন্যদিকে, সদ্য মৃত্যু হওয়া সাবেক এই ফুটবলারের জন্য বিশেষ স্মারক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বার্সা।
বাংলা৭১নিউজ/এসএস