নারীরা রাজশাহী ও রংপুরে আর পুরুষেরা থাকে ঢাকায়। কারোর সঙ্গে কারোর দেখা হয়নি কোনো দিন। তাদের একত্র করার উদ্যোগও নেওয়া হয়নি।
এরা হলো মিঠাপানির বিরল প্রজাতির কুমির, যার নাম ঘড়িয়াল। পদ্মা ও যমুনায় একসময় দেখা গেলেও এখন প্রায় বিলুপ্তির পথে।
আর্থিক সংকটের কারণে ঘড়িয়ালগুলো বিনিময় করে প্রজননের পরিবেশ সৃষ্টি করা যাচ্ছে না বলে ঢাকা ও রাজশাহী চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে।
রাজশাহী চিড়িয়াখানায় তিনটি ঘড়িয়াল আছে, তিনটিই মাদি। রংপুরে আছে চারটি, সেগুলোও মাদি। শুধু ঢাকা চিড়িয়াখানায় যে চারটি আছে, সেগুলো পুরুষ। বঙ্গবন্ধু সাফারি পার্কেও একটি পুরুষ ঘড়িয়াল রয়েছে।
ঘড়িয়াল Reptilia শ্রেণির Crocodzlidae গোত্রভুক্ত Gavialis gangeticus নামের প্রাচীনকালের এক সরীসৃপ। এটি মেছো কুমির, ঘট কুমির নামেও পরিচিত। প্রধান খাদ্য মাছ বলেই হয়তো মেছো-কুমির নাম। কারও কারও মতে, মাথা ও মুখ (ওষ্ঠাধর) দেখতে অনেকটা ঘোড়ার মাথা ও মুখের মতো বলে এদের নাম ঘড়িয়াল। আবার অনেকের মতে, ঘোড়া থেকে নয়, ঘড়া থেকেই ঘড়িয়াল হয়েছে। ঘড়িয়ালের মুখ কোমল হাড় দিয়ে তৈরি একটি অষ্টভুজ অংশ থাকে, যা দেখতে ঘড়ার মতো। গঙ্গা নদীতে বহুদৃষ্ট বলে এর বৈজ্ঞানিক নামের সঙ্গে gangeticusশব্দটি যুক্ত।