গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে সাদিয়া আক্তার (৬) ও পলি আক্তার (৭) নামের দুই শিশুর মৃত্য হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া পার্শ্ববর্তী তালুককানুপুর ইউনিয়নের সমেশপাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। পলি আক্তার রাখাল বুরুজ ইউনিয়নের আমতলী গ্রামের পলাশ মিয়ার মেয়ে। তারা সম্পর্কে খালাতো বোন। তার দুজনই উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামে নানা ফজলুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, শিশু সাদিয়া ও পলি আক্তার অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশে একটি ডোবায় শিশু দুটি পড়ে যায়। বেশকিছু সময় কেটে গেলেও তারা উঠে না আসায় অপর সঙ্গীরা বাড়িতে এসে খবর দেয়। পরে স্বজনরা এসে ডোবা থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন বলেন, শিশু দুটির মরদেহ দাফনের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচবি