বাংলা৭১নিউজ, মোঃ মনজুর-ই-মওলা সাব্বির, নাটোর প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাটোর-০৩ আসনের প্রার্থী এ্যাড. জুনাইদ আহমেদ পলক তার নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছেন। শনিবার দুপুরে সিংড়ায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করা হয়।
ইশতেহারে আইসিটি প্রতিমন্ত্রী পলকের সিংড়ার হাইটেক পার্ক, চলনবিল উন্নয়ন প্রকল্প, কৃষি, বিদ্যুৎ, শিক্ষার গুণগত মান, টেলিডেসিন, দুর্নীতি-হয়রানি মুক্ত পরিবেশ সম্পর্কিত ২৭ টি বিশেষ অঙ্কীকারের কথা বলা হয়।
সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, শিক্ষাবিদ সন্তোষ কুমার সাহা, শিক্ষাবিদ মোঃ আশরাফুল ইসলাম, সিংড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, নাটোর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন, সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি রানা আহমেদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।
ইশতেহার ঘোষণা শেষে বিকল্প ধারার প্রার্থী মঞ্জুরুল ইসলাম হাসু নৌকা প্রতীকের প্রতি সমর্থন দান করেন।
বাংলা৭১নিউজ/জেএস