বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৯টি উচ্চ মাধ্যমিক কলেজ,২টি কারিগরি কলেজ ও ৩টি আলিম মাদ্রসার মধ্যে পাশের হার ও জিপিএ-৫ দুই সূচকেই শীর্ষে স্থান করে নিয়েছে মাধনগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ।
উচ্চ মাধ্যমিক কলেজের মধ্যে মির্জাপুর দিঘা আইডিয়াল কলেজ উপজেলার সেরা হয়েছে।অপর দিকে খাজুরা এল আলিম মাদ্রসা পাশের হারের দিক থেকে এগিয়ে রয়েছে।এক কারিগরি কলেজে ৫ জন, ২টি উচ্চ মাধ্যমিক কলেজে ৩ জন ও মহিলা কলেজে ১ জনসহ মোট ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।গত বৃহস্পতিবার উপজেলার প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফর ঘেঁটে এসব তথ্য জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট কলেজগুলোতে প্রকাশিত পরীক্ষার ফলাফল থেকে জানা যায়,এবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় নলডাঙ্গা উপজেলার মোট ১১টি কলেজ ৩টি আলিম মাদ্রসার মোট ১০৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে ৭০৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে মাধনগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে ৫ জনসহ জাতীয়করণ তালিকাভুক্ত শহীদ নজমুল হক ডিগ্রী কলেজ থেকে ১ জন ও সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজ থেকে ১ জন ছাত্রী ও ডাঃ নাসির উদ্দিন মহাবিদ্যালয়ে ২ জন জিপিএ-৫ পেয়েছেন।
এ উপজেলার এইচএসসি সমমান পরীক্ষার ফলাফলে শীর্ষে থাকা মাধনগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজে ৯২ জন শিক্ষার্থী পরীক্ষার্থী অংশগ্রহন করে ৮৪ জন উত্তীর্ণ হয়েছে আর জিপিএ-৫ পেয়েছেন ৫ জন শিক্ষার্থী।এ কলেজে পাশের গড় হার ৯১ শতাংশ আর এ কলেজে বিগত ২০১৬ সালে ৭ জন ও ২০১৭ সালে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে সুনাম অর্জন করেছিলেন।অপরদিকে ৯টি উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজের মধ্যে সেরা মির্জাপুরদীঘা আইডিয়াল কলেজ থেকে ৫৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ৪৮ জন শিক্ষাথী উত্তীর্ণ হয়েছে।
এছাড়া ৩টি আলিম মাদ্রসার মধ্যে এগিয়ে খাজুরা আলিম মাদ্রসা থেকে ১৮ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহন করে ১৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।সাফল্য ধরে রাখা প্রসঙ্গে মাধনগর টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ নয়ন চন্দ প্রামানিক বলেন,নানা প্রতিকুলতা কাটিয়ে শিক্ষকদের আন্তরিকতার সহিত নিয়মিত পাঠদান,যথাসময়ে ক্লাশ পরীক্ষা গ্রহন করে পরীক্ষার মান পর্যালোচনা ও নিদিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করা।ফলে কোন কিছুই ঘাটনি থাকে না।এ জন্যই ফল ভালো হয়েছে।আগামীতেও এ ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টার কমতি থাকবে না।
বাংলা৭১নিউজ/এসএইচ