বাংলা৭১নিউজ, মোঃ মনজুর-ই-মওলা সাব্বির, নাটোর প্রতিনিধি: নাটোরে আসন্ন একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল নাটোর-২ আসনের মনোনয়ন পত্র জমা দিলেন। নির্বাচন কমিশন ঘোষিত মনোনয়ন পত্র জমা দানের ২৮ নভেম্বর তারিখ শেষ দিন বুধবার বেলা ১২টায় নাটোর জেলা প্রশাসন কার্যালয়ের রিটার্নিং অফিসার মোঃ শাহ্ রিয়াজের কাছে এই মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন পত্র জমা দানের সময় মোঃ শফিকুল ইসলাম শিমুলের সাথে আরো ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সাজেদুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক শেখ, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস প্রমুখ। মনোনয়ন পত্র জমাদান শেষে সংক্ষিপ্ত জিজ্ঞাসাবাদে শিমুল জানান নির্বাচিত হয়ে তিনি নাটোরকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত করাই হবে তার প্রথম ও প্রধান লক্ষ্য। তাছাড়াও তিনি যেভাবে বিগত সময়ে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চেয়ারম্যান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছেন এই নির্বাচনেও তিনি নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসন প্রধানমন্তী শেখ হাসিনাকে উপহার দিতে চান। এছাড়াও নাটোরে গ্যাস সরবরাহের পাশাপাশি রাস্তা-ব্রীজ-কালভার্টের উন্নয়নসহ একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করারও ইচ্ছা পোষণ করেন।
বাংলা৭১নিউজ/জেএস