বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি : “সময় এখন নারীর উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মধারা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গুরুদাসপুরে আন্তর্জাতিক নারী দিবস -২০১৮ উদযাপন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় উপজেলা চত্বর থেকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে এক বণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ মনির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, কৃষি অফিসার মোঃ আব্দুল করিম প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস