বাংলা৭১নিউজ,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হলেও কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই নগন্য।
এসব কেন্দ্রে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অলস সময় কাটাতে দেখা গেছে।
দুপুর দেড়টায় সরেজমিন গুহুলি সরকারি প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে ৪নং কক্ষে মোট ভোট পরেছে ৭টি।
ভোটার শুন্য এই কেন্দ্রে পোলিং অফিসার ও পোলিং এজেন্টরা অপেক্ষা করছে ভোটারদের আশায়। তবুও মিলছে না ভোটারদের দেখা।
এ প্রসঙ্গে প্রিসাইডিং অফিসার মো. মহিদুল ইসলাম সেলিম জানান, চরাঞ্চল বিধায় ভোটার উপস্থিতি কম তবে দুপুরের খাবারের পর ভোটার সংখ্যা বাড়তে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বাংলা৭১নিউজ/এবি