ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এ ঘটনা ঘটে। মিজান নলছিটি পৌরসভার মাটিভাঙ্গা আবাসনের বাসিন্দা কাদের জোমাদ্দারের ছেলে।
স্থানীয়রা জানায়, গাছের ডাল কাটতে গিয়ে ডালের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা গাছে ঝুলে থাকা মিজানকে উদ্ধার করে। পরে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিজানকে মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এএম