রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চিকিৎসকদের একফোঁটা রক্ত ঝরলেই স্বাস্থ্যসেবা বন্ধের হুমকি আসবেন না সারজিস আলম, চিকিৎসকদের ভুয়া ভুয়া স্লোগান টিএসসিতে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়ে যা বললেন প্রক্টর ‘মুজিব কোটে’ আগুন দিয়ে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা টোলপ্লাজায় দুর্ঘটনা: সেই বাসের মালিক গ্রেফতার ৬ দিনে হিলি দিয়ে ভারত থেকে ১৬ হাজার টন চাল আমদানি যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক রমজানে কোনো পণ্যের ক্রাইসিস থাকবে না : ভোক্তার ডিজি ফখরুলের সঙ্গে আব্দুস সালাম পিন্টুর সাক্ষাৎ অস্থায়ী পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন ৩১ ডিসেম্বর নিয়ে যা বললেন আসিফ মাহমুদ প্রথমবারের মতো যে পরিবর্তন এলো বিসিএসে, আবেদন শুরু কাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা ৩১ ডিসেম্বর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা করা হবে বিপিএলের পর্দা উঠছে আগামীকাল আগামীকাল থেকে ফের শৈত্যপ্রবাহের আশঙ্কা গোয়েন্দা সংস্থা সংস্কারের ঘােষণা দিলেন সিরিয়ার নতুন গোয়েন্দা প্রধান ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৫ আবারও শাহবাগ অবরোধ করলেন চিকিৎসকরা

নলকূপে উঠছেনা পানি: সীমাহীন ভোগান্তিতে পটুয়াখালী পৌরবাসী

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮
  • ৩৮৮ বার পড়া হয়েছে
dav

বাংলা৭১নিউজ/জেএস পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী পৌর এলাকার অধিকাংশ গভীর নলকুপ দিয়ে পানি না ওঠায় বিশুদ্ধ পানির অভাবে চরম ভোগান্তিতে পরেছে মানুষ। পটুয়াখালী পৌর এলাকায় এ পর্যন্ত পাঁচ শতাধিক গভীর নলকুপ রয়েছে। সম্প্রতি বেশ কিছুদিন ধরে অধিকাংশ গভীর নলকুপ দিয়ে পানি  না ওঠায় ভোগান্তিতে পরেছে শত শত পরিবারের মানুষ।

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টার পর থেকে পৌরসভার প্রডাকশন গভীর নলকূপে পানি সরবরাহ না থাকায় অধিকাংশ গৃহস্থরা বিশেষ করে  ভোগান্তিতে পরেছে রোজাদার মুসুল্লিরা। তারা বাসা বাড়িতে পানি সরবরাহ না থাকায় ওযু গোসল করতে না পেরে জামায়াতে নামায আদায় করতে পারেনি মুসুল্লিরা। তিতাস সিনেমা হলের মোড় এলাকার মুসুল্লি মোঃ হারুন ও মোঃ ইমাইল হোসেন জানায়, বাসা বাড়িতে ও এলাকার মসজিদে পানি সরবরাহ না থাকায় ওজু গোসল করে জোহরের নামায জামায়াতে আদায় করতে পারি নাই।

শহরের স্বনির্ভর সড়ক, নতুন বাজার, মুসলিমপাড়া, তিতাস সিনেমা হল মোড়, শিমুলবাগ এলাকাসহ শহরের অধিকাংশ এলাকায় টিউবওয়েল দিয়ে পানি না ওঠায় ও পানি সরবরাহ না থাকায় এসব এলাকার সর্বস্তরের মানুষ দারুনভাবে বোগান্তির শিকার হন।

পটুয়াখালী পৌরসভার পানি শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশরী আনোয়ার সাদাত বলেন, আমি ঢাকা থেকে আসছ্ িপথে আছি, শুনেছি টিউবওয়ের দিয়ে পানি উঠছে না। পৌর শহরে এ পর্যন্ত ৫ শতাধিক টিউবওয়েল ও ১০টি গভীর নলকূপ রয়েছে। ৮টি নলকূপ সচল আছে ২টি নির্মাধীন আছে। পটুয়াখালী পাবলিক হেলথ এর নির্বাহী প্রকৌশলী সরদার সামসুল ইসলাম জানান, শহরে ১০টি গভীর নলকূপ চালু থাকার কারনে হ্যান্ড টিউবওয়েল সমূহে পানি উঠতে সমস্যা সৃস্টি হচ্ছে।

পটুয়াখালী পৌর সভার মেয়র ডাঃ মোঃ শফিকুল ইসলাম দেশের বাইরে সরকারী সফরে থাকায় তার বক্তব্য পাওয়া যাচ্ছে না। এলাকার সচেতন মহলের ধারনা পানির স্তর নীচে নেমে যাওয়ার কারনে টিউবওয়েল দিয়ে পানি উঠছে না।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com