বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জুলাই গণহত্যার মামলা আইসিসিতে পাঠানোর পরামর্শ টবি ক্যাডম্যানের বিএসএমএমইউতে দুদকের অভিযান লাইফ সাপোর্টে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক নিক্কেই এশিয়ার প্রতিবেদন বিক্ষোভের শহরে পরিণত হচ্ছে ঢাকা যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত গাজার পুনর্গঠন নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া শাহী মসজিদ বস্তিতে আগুন: চোখের সামনে পুড়ে ছাই ২০ বছরে করা সম্পদ স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবেন না বদরুদ্দীন উমর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ জন চাঁদার জন্য নিয়মিত মহড়া দিতেন পিটুনিতে নিহতরা : পুলিশ বিদেশি কূটনীতিকদের নিয়ে বিএনপির ইফতার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন করতে চায় জামায়াত ভ্যাটিকানের মানব ভ্রাতৃত্ব সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ সেবা-কৃষি খাতে মজুরি কমেছে, অপরিবর্তিত শিল্পে ৯ মার্চ থেকে বেক্সিমকোর শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধ কর্মকর্তারা যার পদত্যাগ চান, তাকেই সমাধানের দায়িত্ব দিচ্ছে সরকার এবছর জাতীয় নির্বাচন আয়োজন কঠিন হতে পারে: রয়টার্সকে নাহিদ মতিঝিল মেট্রো স্টেশনে ব্যাংকারের পকেট থেকে ২৫ হাজার ডলার উধাও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-গুলি, আহত ১৫ কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন

নর্থ সাউথের ঘটনায় যা বললেন সারজিস

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে দিয়ে যাওয়াকে কেন্দ্র করে চিৎকার-চেঁচামেচির একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওই ঘটনার বর্ণনা দিয়েছেন সারজিস আলম নিজেই।

স্ট্যাটাসে সারজিস লেখেন, “ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই ৷ সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তাদের সঙ্গে গল্প-আড্ডা হয়, তাদের কথা শোনা হয়, চায়ের আড্ডা হয় ৷”

NSU, IUB, AIUB, UIU- এ ৪ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধার সঙ্গে আড্ডা দিয়ে NSU’র সামনে দিয়ে হেঁটে আসছিলাম ৷ আমার সঙ্গে ১৫-২০ জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিল৷ পরে NSU’র গেটের সামনে দেখি ১০-১২ জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে ৷ এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল ৷

আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে ৷ কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে থাকা প্রাইভেটের শিক্ষার্থীদেরকে গালিগালাজ করতে থাকে ৷ ওদের ১০-১২ জনের মধ্যে ১-২ জনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতকারী মনে হচ্ছিল৷ বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি।“

“পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সঙ্গে থাকা টোকাই দুষ্কৃতকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সঙ্গে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে ৷” বলেন সারজিস।

“ছাত্রদলের শাকিলসহ বাকি ‘সন্ত্রাসীদের’ দ্রুত বিচারের আওতায় আনতে হবে”- এমন দাবি জানিয়ে সারজিস আলম ফেসুবক পোস্টে আরো লেখেন, “১৬ বছর ধরে ছাত্রদল টোকাইলীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাইলীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তারও পরিণতি টোকাইলীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না ৷”

“শিক্ষা নেন, সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন।” বলেন তিনি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com