বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: স্ত্রী হত্যা মামলায় স্বামী শাহমীম ও তার সহযোগী রমিজুল আলম জাল নথি তৈরী করে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। ঘটনাটি নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের নজরে আসলে জামিন বাতিল করে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন। আর এই ঘটনায় নাটোরের আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাটোর জজ কোর্টের ভারপ্রাপ্ত পিপি মাসুদ হাসান জানান, ২০১৬ সালের ২৫ ডিসেম্বর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নগরাজপুর গ্রামের শাহমীম তার স্ত্রী রুপালীকে নাটোরের সিংড়া উপজেলার দো-পুকুরিয়া এলাকায় শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর রুপালীর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টার করা হয়। এই ঘটনায় রুপালীর পিতা আব্দুর রাজ্জাক শাহমীমের বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করেন। পুলিশ ওই রাতেই বগুড়া থেকে আটক করে শাহমীমকে। পরবর্তীতে শাহমীমের স্বীকারউক্তি অনুযায়ী এই ঘটনার সাথে জড়িত রমিজুলকে আটক করে পুলিশ। পরবর্তীতে পুলিশ শাহমীম ও রমিজুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয়। অভিযুক্ত দুইজন কারাগারে আটক থাকা অবস্থায় ২০১৭ সালের ১৪ নভেম্বর মামলার নথী জাল করে উচ্চ আদালত থেকে জামিন নেয়।
বিষয়টি মামলার বাদি আব্দুর রাজ্জাকের নজরে আসলে চলতি বছরের ০৯ এপ্রিল বিচারক একেএম আসাদুজ্জামান ও বিচারক জেবিএম হাসানের আদালতে আপিল করেন। উচ্চ আদালত অভিযুক্ত দুইজনের জামিন আবেদন বাতিল করেন।
সোমবার নাটোরের জেলা ও দায়রা জজ আদালতে রুপালী হত্যা মামলার নির্ধারিত দিনে বিষয়টি নজরে আনেন মামলার বাদি আব্দুর রাজ্জাক। বিচারক রেজাউল করিম অভিযুক্ত দুইজনের জামিন বাতিল করে গ্রেফতারী পরোয়না জারি করেন। মামলার নির্ধারিত দিনে অভিযুক্ত দুইজন আদালতে উপস্থিত ছিলেন না।
বাংলা৭১নিউজ/জেএস