নওগাঁওয়ের বাবলাতলীর মোড়ে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রাকচাপায় সিএনজির ৫ আরোহী নিহত হয়েছেন।
নওগাঁ-রাজশাহী মহাসড়কে বাবলাতলী বলিহার কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ঘটনাস্থলে যাওয়া নওগাঁ সদর থানার এসআই কৃষ্ণ জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত এবং আহতদের পরিচয় জানা যায়নি।
সিএনজি অটোরিকশাটি নওগাঁ থেকে রাজশাহী যাচ্ছিল, আর বিপরীত দিক থেকে আসছিল পোলট্রির খাবার বোঝাই ট্রাকটি। ঘটনাস্থলে একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গেলে সিএনজিটিকে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি চাপা দেয়।
বাংলা৭১নিউজ/আরএস