বাংলা৭১নিউজ,(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার কির্ত্তীপুর ইউনিয়নে এক নারীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ত্রিশ বছর বয়সী নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তেলিপুকুর নামক স্থানে রবিবার একটি ফসলি ক্ষেতে লাশ পড়েছিল।
সূত্র জানায়,রবিবার দুপুরে মাঠে কাজ করতে গিয়ে এক নারীর মৃতদেহ দেখতে পান কৃষকরা। নওগাঁ সদর মডেল থানায় খবর দিলে পরে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত নারী আশেপাশের এলাকার নন বলে প্রাথমিক ধারণা মিলেছে। সেক্ষেত্রে অন্য কোথাও হত্যার পর লাশ ঘটনাস্থলে ফেলা হয় বলে মনে করা হচ্ছে।
নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল বিন আহসান জানান,নারীর গলাকাটা মরদেহ ফসলের মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেন। পরে মরদেহটি উদ্ধার করে থানা নিয়ে আসা হয়। নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধর্ষনের কোন আলামত পাওয়া যায়নি। লাশ ও ঘটনাস্থল পর্যবেক্ষনে রাজশাহী থেকে সিআইডির একটি টিম রওয়ানা দিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
বাংলা৭১নিউজ/পিআর