বাংলা৭১নিউজ,(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে প্রধানমন্ত্রীর ছবি, আসবাবপত্র ভাঙচুর ও কাগজপত্র তছনছের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসান আলী বাদী হয়ে ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফোরহাদ হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জয়শিং গ্রামের আবুল হোসেনের ছেলে হাসান আলী নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তার সাথে একই গ্রামের আবু তাহের ও তার ছেলে ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। সম্প্রতি স্থানীয় জয়শিং গ্রামে বার্ষিক মেলা লাগানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
এ অবস্থায় গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে হাসান আলীকে মারপিটের উদ্দেশে নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে যান ফরহাদ হোসেন ও তার লোকজন। কিন্ত ওই সময় হাসান আলীকে না পেয়ে ক্ষুব্ধ হয়ে তারা কার্যালয়ের আসবাবপত্র ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেছেন। এ সময় কার্যালয়ের বেশকিছু কাগজপত্র তছনছ করেন হামলাকারীরা।
এ ঘটনায় উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাসান আলী বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে ফরহাদ হোসেনসহ ১০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে উপজেলার নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন মাষ্টার বলেন, গত বুধবার জয়শিং গ্রামের বার্ষিক মেলা লাগানোর প্রস্তুতি নেন ফরহাদ হোসেন ও তার লোকজন। কিন্ত সরকারি অনুমতি না পাওয়ায় মেলা লাগানো সম্ভব হয়নি। অথচ হাসান আলীর বিরোধিতার কারণে মেলা লাগানো যায়নি বলে অভিযোগ তুলে ফরহাদ ও তার লোকজন আওয়ামী লীগ কার্যালয়ে হাসান আলীকে খুঁজতে গিয়েছিলেন। দলীয় কার্যালয়ে হামলা কিংবা কোনো প্রকার ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে এ বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার প্রক্রিয়া চলছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এমএস