বাংলা৭১নিউজ,(মংলা)প্রতিনিধি: চলতি মৌসুমে ধান কাটার জন্য বৃহস্পতিবার মংলা থেকে বরিশালে শ্রমিক পাঠানো হয়েছে । এই সকল শ্রমিক ওই এলাকায় গিয়ে ধান কাটবেন এবং মাড়াই করবেন ।
মংলা উপজেলার চিলা ইউনিয়ন থেকে ৫৬জন শ্রমিককে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে একটি বাস যোগে বরিশালের উদ্দেশ্যে পাঠানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়,মংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী,অফিসার (তদন্ত)তুহিন মন্ডল প্রমুখ । পর্যায়ক্রমে মংলা থেকে আরও শ্রমিক পাঠানো হবে।
এদিকে বৃহস্পতিবার কেন্দ্রীয় আওযামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ইকবাল লতিফ সোহেলের পক্ষ থেকে মংলার পৌর এলাকা ও ইউনিয়নের চিলাবাজার, বৌদ্যমারি, জয়মনি,সুন্দরবন এবং চাঁদপাই এলাকায় বাড়ি বাড়ি গিয়ে চাল,ডাল,আলু,পেয়াজ,লবন, সাবান বিতরণ করা হয়েছে ।
বাংলা৭১নিউজ/এমআর