মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের দুর্নীতি অনুসন্ধানে দুদক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বিমসটেক সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ প্রথমবারের মতো দেশব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা কবে নাগাদ সব শিক্ষার্থী পাঠ্যবই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহত ১০০ জন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ পাঁচ মাসে আর্থিক স্থিতিশীলতায় খুব বেশি খুশি নয় বাংলাদেশ ব্যাংক জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণে ৮ পরিচালক নির্বাচিত রংপুরের বিপক্ষে এবার ঢাকা অলআউট ১১১ রানে শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে নিহত বেড়ে ৯৫ স্ত্রী-ছেলেসহ নাফিজ সরাফতের বাড়ি, জমি ও ১৮ ফ্ল্যাট ক্রোকের আদেশ ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত জুলাই অভ্যুত্থানে আহত ১০০ জনের কর্মসংস্থানের প্রস্তাব ধানমন্ডির কাকলি হাইস্কুল ও না.গঞ্জের ডিপিডিসি অফিসে দুদকের অভিযান দুই মাস পর চালু হলো পায়রার দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন রয়-সাব্বির-মোসাদ্দেককে নিয়ে ব্যাটিংয়ে ঢাকা ক্যাপিটালস ভেঙেই গেল জেনিফার লোপেজের চতুর্থ সংসার

ধর্ষণ ও ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে তিন যুবকের কারাদণ্ড

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮
  • ১৫০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, শাহরিয়ার শাকির, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে (১৫) ধর্ষণ ও ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের আবেদ আলী (২৯) ও শাহিন মিয়া (২৪) এবং ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা খামারপাড়া গ্রামের আলাউদ্দিন (২৮)।

আদালত ধর্ষণের অভিযোগে আবেদ আলীকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন।

আসামি আলাউদ্দিন ও শাহিনকে ধর্ষণের ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফী আইনে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। শেরপুরের শিশু আদালতের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন ২জুলাই বিকেলে এ দ-াদেশ প্রদান করেন।

রায় ঘোষণার সময় দ-প্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়। সরকারি কৌঁসুলি (পিপি) মো. গোলাম কিবরিয়া এ দ- প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৪ সালের নভেম্বর মাসের কোন এক দিন দুপুরে দ-প্রাপ্ত আসামিরা নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ বুরুডুবি গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী ওই শিশুকে ফুঁসলিয়ে ঝিনাইগাতী উপজেলার তিনআনী বাজারের ঠাকুরবাড়ির বাগানের ভিতরে নিয়ে যান।

এ সময় তাঁরা সেখানে পালাক্রমে শিশুটিকে ধর্ষণ করেন। পরে ধর্ষণের সেসব ভিডিওচিত্র ইন্টানেটের মাধ্যমে বিভিন্নজনের কাছে ছড়িয়ে দেন। পরবর্তীতে ঘটনাটি জানতে পেরে ধর্ষণের শিকার শিশুটির দাদি বাদী হয়ে ২০১৫ সালের ৮ ডিসেম্বর ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আবেদ, শাহিন ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করে। শাহিন ও আলাউদ্দিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরকার হাসান শাহরিয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার তদন্তশেষে ২০১৬ সালের ১৭ এপ্রিল ঝিনাইগাতী থানার তৎকালিন পরিদর্শক (তদন্ত) ও বর্তমান ওসি বিপ্লব কুমার বিশ্বাস তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী ও সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণশেষে আদালত সোমবার উপরোক্ত দ- প্রদান করেন। পিপি গোলাম কিবরিয়া রাষ্ট্রপক্ষে এবং শাহিন হাসান খান ও হরিদাস কর্মকার আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে পিপি বলেন, তাঁরা ন্যায় বিচার পেয়েছেন। অপরদিকে আসামিপক্ষের হরিদাস কর্মকার বলেন, মামলাটি ছিল সাজানো এবং রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে পারেনি। তাই এ রায়ে তাঁরা সংক্ষুব্ধ এবং রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করা হবে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com