শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় নেওয়া হবে আছিয়ার মরদেহ ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন ২৬ মার্চ মাগুরার শিশুটির মামলার তদন্ত দ্রুত শেষ করা হবে: আইজিপি স্ত্রীসহ সাবেক বিজিবি প্রধান সাফিনুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জড়িতদের ফাঁসি চান সেই শিশুটির মা মাগুরার শিশুটি আমাদের লজ্জা দিয়ে বিদায় নিয়েছে: ফখরুল মাগুরার শিশুটির মৃত্যুতে সান্ত্বনার ভাষা হারিয়ে ফেলেছি আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার ৭ দিনের মধ্যে শুরু মডেল মসজিদ নির্মাণে অনেক অনিয়ম হয়েছে : প্রেস সচিব স্ত্রী-সন্তানসহ সাদেক খানের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধ মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যু, স্বরাষ্ট্র উপদেষ্টার শোক হাসিনাকে ফেরত চাওয়া চিঠির জবাব এখনো দেয়নি ভারত : মুখপাত্র গাম্বিয়ার সঙ্গে ভিসা চুক্তি কূটনৈতিক বিনিময়কে উৎসাহিত করবে স্ত্রীসহ মোফাজ্জল হোসেন মায়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা লক্ষ্মীপুর হাসপাতালে রোগীদের হয়রানি, দুই নারীসহ ৭ দালাল আটক এবার বেরিয়ে এল আ.লীগ নেতা মহীউদ্দীনের থলের বিড়াল ঢাকায় ব্লু নেটওয়ার্ক স্থাপনে সহযোগিতা প্রদানের আগ্রহ ইসির অধীনেই থাকা উচিত এনআইডি : ইসি সচিব গাজা থেকে কোনো ফিলিস্তিনিদের তাড়ানো হবে না : ট্রাম্প

ধর্ষণের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, যুবকের বাধা

পিরোজপুর প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

পিরোজপুরে ধর্ষণের বিরুদ্ধে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে মো. ফরহাদ নামে এক যুবকের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১২ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে পিরোজপুর সিভিল সার্জন অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ওই যুবক শিক্ষার্থীদের ‘জয়বাংলা স্লোগান’ দিতে বলে এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করে।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত ফরহাদ পিরোজপুর সদর উপজেলার খামকাটা এলাকার মো. মাইনুল ইসলামের ছেলে।

পিরোজপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী হিরা শেখ বলেন, আজ সকাল ১০টার দিকে আমাদের মহিলা কলেজের সামনে শতাধিক শিক্ষার্থী মিলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড ও সাইদী ফাউন্ডেশন হয়ে আবার মহিলা কলেজের সামনে আসছিলাম।

এ সময় সাইদী ফাউন্ডেশনে সামনে থেকে এক যুবক আমাদের মিছিলের ভিডিও করতে থাকে এবং আমাদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে ওই যুবক আমাদের জয়বাংলা স্লোগান দিতে বলে।

আমরা তাকে ভিডিও করতে বাধা দিলে সে আমাদের ওপর হামলা করে পালিয়ে যেতে গেলে স্থানীয় লোকদের সহায়তায় আমরা তাকে সিভিল সার্জন অফিসের সামন বসে আটক করে পুলিশের হাতে তুলে দিই।

মিরানা ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের বোনদের ধর্ষণের বিচারের দাবিতে আজ রাস্তায় নেমেছিলাম। বিক্ষোভ মিছিলেই এক যুবক আমাদের উত্ত্যক্ত করে জয়বাংলা স্লোগান দিতে বলেছে। আমাদের নিরাপত্তা কোথায়? আমরা এর বিচার চাই। আমরা নিরাপত্তা চাই।

এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, এক যুবক আমাদের কলেজের মেয়েদের বিক্ষোভ মিছিলে উত্ত্যক্ত করে এবং জয়বাংলা স্লোগান দিতে বলে। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, পুলিশ এর সুষ্ঠু বিচার করবেন বলে আশ্বস্ত করেছে।

এ বিষয়ে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে এক যুবক শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে। ওই যুবক পুলিশ হেফাজতে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com