শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

ধর্মঘটের যাওয়ার ঘোষণা বেনাপোল বন্দর ব্যবহারকারী ৭ সংগঠনের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২ জুন, ২০১৮
  • ২০৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা পন্য শুল্ককরাদি পরিশোধ শেষে বিজিবি তা আটক করলে তাৎক্ষনিকভাবে অনির্দিস্টকালের ধর্মঘটের যাওয়ার ঘোষনা দিয়েছে বন্দর ব্যবহারকারী ৭ টি সংগঠন।

কাস্টমস- বিজিবির যৌথ বাশকল পার হওয়ার পর বিজিবি কর্তৃক পুনরায় তল্লাশীর নামে হয়রানি করা হচ্ছে এ অভিযোগ ব্যবসায়ীদের ।

গত বুধবার বিজিবির এ ধরনের হয়রানি বন্ধ না করলে বন্দর ব্যবহারকারী ৭ টি সংগঠন বেনাপোল বন্দরে অনির্দিস্টকালের ধর্মঘট পালন করার সিদ্দান্ত নিয়েছে। বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোশিয়েশন, আমদানি রফতানি কারক সিমিতি, ্রটাক মালিক সমিতি, ট্রান্সপোর্ট মালিক সমিতি, ট্রাক শ্রমিক ইউনিয়ন, সিএন্ডএফ  এজেন্টস স্টাফ  এসোশিয়েশন, ও বন্দর শ্রমিক ইউণিয়ন এই সিদ্ধান্ত গ্রহন করে।

গত ২৪ মে মোস্তফা এন্ড ব্রাদার্স নামে ঢাকার এক আমদানি কারক ভারতে থেকে ৭১০ প্যাকেজ  এসোরটেড গুডস আমদানি করেন  বেনাপোল বন্দর দিয়ে। যার বি/ই নাম্বার ২৯৭৮৭ তারিখ:Ñ ৩০/৪/১৮। পন্য চালানটি বন্দরে প্রবেশের পর কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী ২ টি দলে বিভক্ত করে পৃথক ভাবে মালামাল পরীক্ষা নিরীক্ষা করে মোট মালের ওপর সাড়ে ৫ টন লোড দিয়ে অতিরিক্ত আরো ১ কোটি টাকার রাজস্ব আদায় করে। কমিশনার তার বিচারিক কাজ সম্পন্ন শেষে ১০ লাখ টাকা জড়িমানা আদায় করে ৬টি ট্রাকে করে পন্য চালানটি খালাশ প্রদান করেন। কাস্টমস বিজিবি যৌথ বাশ কল অতিক্রমের সাথে সাথে ৬টি ট্রাক ই আটক করে বিজিবি সদস্যরা।

পরে বেনাপোল বিজিবি ক্যাম্পে ৭ দিন আটকে রেখে মালামাল পুনরায় তল্লাশী করে ২ টন মাল বেশী  পাওয়া যায় বলে আমদানিকারককে জানিয়ে দেয়া হয়। আমদানিকারক ও ব্যবসায়ী সংগঠনগুলো ট্রাস্ক ফোর্সের মাধ্যমে ট্রাকের পন্য পুনরায় তল্লাশীর আবেদনে যশোর থেকে একজন মেজিস্ট্রেটের নেতৃত্বে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরে মেজিস্ট্রেট জানান একবার কমিশনার কর্তৃক বিচারিক কাজ সম্পন্ন হওয়ার পর আর একবার বিচার করে সম্ভব ণয় বলে অভিমত জানালে পন্য চালানটি বিজিবি ছেড়ে দেয়।

পরে বন্দর ব্যবহারকারীদের তাৎক্ষনিক সভায় সিদ্দান্ত হয়  বিজিবি এককভাবে পন্যচালান আটক করলেই বেনাপোল বন্দরে তাৎক্ষনিক অনির্দিস্টকালের ধর্ম ঘটে যাওয়ার সিদ্দান্ত গ্রহীত হয়। বৈঠকে  উপস্থিতছিলেন, ট্রাক মালিক সমিতির সভাপতি শামসুর রহমান, বেনাপোল সিএন্ডএফ এজন্টস এসোশিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারন সম্পাদক এমদাদুল হক লতা, সিনিয়ির সহ সভাপতি নুরুজ্জামান, আমদানি রফতানি কারক সমিতির সহ সভাপতি আমিনুল হক, ট্রান্স পোর্ট মালিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মোওালেব, সিএন্ডএফ কর্মচারী ইউণিয়নের সভাপতি মুজিবর রহমান ও সাধারন সম্পাদক নাসির উদ্দিন।

কাস্টমস  এ্যাক্ট ২৩৪/২০১৭/কাস্টমস এ্যক্ট, ১৯৬৯ এর সেকশন ৬ সাবসেকশন (১)  এর ক্ষমতা বলে জনস্বার্থে বিজিবি এর সদস্যগন কর্তৃক চোরাচালান বিরোধী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাস্টমস  এ্যক্ট এর সেকশন ১৫৮,১৫৯,১৬০, ১৬৩, ১৬৪, ১৬৮, ১৭১ এর ক্ষমতায়  ২০১৭ সালের ১৫ নভেম্বর  জাতীয় রাজস্ব বোর্ডের  এ আদেশে বলা হয়, আইনের সেকশন -৬ (২) এর বিধান অনুযায়ী এই ক্ষমতা অর্পন কাস্টমস এক্ট এর অধীনে ঘোষিত কাস্টমস বন্দর,/ বিমান বন্দর/স্থল কাস্টমস স্টেশন/ইনেেলন্ড কন্টিনার ডিপো/কাস্টমস এলাকার অভ্যন্তরে প্রযোজ্য হবে না। স্থল সীমান্তের ৫ মাইলের বাইরে এই ক্ষমতা প্রয়োগ এর ক্ষেত্রে সংশ্লিস্ট টাস্ক ফোর্স’র সমন্বয় কার্যক্রম পরিচালনা করতে হবে।

গত ২২ জানুয়ারী স্বরাস্ট্র মন্ত্রনালয়ের সম্মেললন কক্ষে স্বরাস্ট্র মন্ত্রীর সভাপতিত্বে   অনুষ্ঠিত এক সভায় বলা হয় সুনির্দিস্ট অভিযোগ ছাড়া রাস্তায় চেকিং না করাই ভালো। নির্ধারিত সীমানার বাইরে চেকিং করতে হলে জেলা টাস্ক ফোর্সের মাধ্যমে  তা করতে হবে।

বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ৬/৭ ট্রাক মালামাল আমদানি হয় ভারত থেকে, ২/৩ ’শ ট্রাক পন্য রফতানি হয় ভারতে।

জাতীয় রাজস্ব বোর্ড চলতি অর্থ বছরে বেনাপোলে ৪ হাজার ৫৯০ কোটি টাকার রাজস্ব আয়েল লক্ষ্যমাত্র নির্ধারন করেন।

বিজিবির এ ধরনের হয়রানির কারনে বেনাপোল বন্দর দিয়ে রাজস্ব আয়ের লক্ষমাত্রা পুরন হচ্ছে না বলে ব্যবসায়ী সংগঠন গুলো জানান। চলতি অর্থ বছরে এখনও ২৭ মে পর্যন্ত ৩৯৩.৬৭ কোটি টাকার রাজস্ব ঘাটতি রয়েছে। আমদানিকারকরা বিজিবির এ ধরনের হয়রানির কারনে বেনাপোল বন্দর থেকে মুখ ঘুড়িয়ে নিয়েছে। ফলে রাজস্ব আদায়ে ক্রমেই ধ্বস নামতে শুরু করেছে।

বেনাপোল সিএন্ডএফ  এজেন্টস এসোশিয়েশনের সাধারন সম্পাদক এমদাদুল হক লতা জানান, জাতীয় রাজস্ব বোর্ডের এক আদেশে বলা হয় বিজিবি কোন অবস্থাতেই বৈধ রুটের কোন মালামাল আটক করতে পারেনা। তাদের দায়িত্ব চোরাচালাণী পন্য আটক করা। রজস্ব পরিশোধকৃত কোন পন্য বন্দর থেকে খালাশ গ্রহনের পর বিজিবি তা এককভাবে আটক করলেই তাৎক্ষনিকভাবে বেনাপোল বন্রদ দিয়ে অনির্দিস্টকালের জন্য ধর্মঘট পালন করা হবে।

কাস্টমস এর ডেপুটি কমিশনার সাইদ আহমেদ রুবেল জানান, বিজিবি আইন লংঘন করে বৈধ রুটের পন্য আটক করছে। যা কোন অবস্থাতেই গ্রহনযোগ্য নয়। বিজিবির এ ধরনের কর্মকান্ডে ব্যবসায়ীরা অন্য বন্দরে চলে গেছে। ফলে সরকারের রাজস্ব আয়ে ধ্বস নামতে শুরু করেছে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে.কর্নেল আরিফুল হক জানান, প্রতিদিন ৪/৫’শ ট্রাক বন্দর থেকে খালাশ হলেও আমরা মাত্র সন্দেহজনক ৮/১০ টি ট্রাক আটক করে তল্লাশী করি। এটা কোন হয়রানির মধ্যে পড়ে না। তাছাড়া যে সব পন্য আমরা তল্লাশী করি তাতে কিছু না কিছু অনিয়ম পাওয়া যায়।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com