রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

দড়ি টেনে নদী পারাপার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮
  • ২০৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, শামছুর রহমান শিশির, শাহজাদপুর প্রতিনিধি: অাধুনিক যুগ, অধুনা বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে চলছে দেশ। সর্বক্ষেত্রই ডিজিটালাইজ্ড হচ্ছে পর্যায়ক্রমে। অথচ এখনও অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে, শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের গোহালা নদী পারাপারে প্রাচীন কালের মান্ধাতা ‘দড়ি ধরে নদী পারাপার’ পদ্ধতির অণুকরনে এলাকাবাসী ও বিশাল গো-সম্পদের পারাপার, কৃষিপণ্য, দুধ ও মালামাল পরিবহন করা হচ্ছে।
অথচ শাহজাদপুরসহ পার্শ্ববর্তী সংলগ্ন অঞ্চলের প্রায় ১০ হাজার হেক্টর জমির অপার সম্ভাবনাময় কৃষিসমৃদ্ধ ওই অঞ্চলের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে গোহালা নদীর ওপর স্বল্প দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হলে প্রায় ১০ হাজার হেক্টর কৃষি জমিতে চাষাবাদের জন্য সব ধরনের কৃষিপণ্য পরিবহন, এলাকাবাসীর আসা যাওয়া, সকাল-বিকাল হাজার হাজার লিটার দুধ পরিবহনে একদিকে যেমন স্থানীয় কৃষকদের দুর্ভোগ, দুর্গতি লাঘব হবে, অন্যদিকে, তাদের সময় ও অর্থেরও অপচয় বহুলাংশে হ্রাস পেতো বলে অভিজ্ঞমহল মতামত ব্যাক্ত করেছেন।

সরেজমিন পরিদর্শনকালে এলাকাবাসী জানায়, জন্মের পর থেকেই রেশমবাড়ির এ ঘাটটি গুদারাঘাট ছিলো। এখন রশি টেনে তাদের নদী পার হতে হচ্ছে। ওই স্থান দিয়ে রাউতবাড়ি মৌজা, বিলচান্দু মৌজা, হারনি মৌজা, বৃ-আঙ্গারু মৌজা, বহলবাড়ি ১ মৌজা, বহলবাড়ি ২ মৌজা, বহলবাড়ি ৩ মৌজা, বুড়ি পোতাজিয়া ১ মৌজা, বুড়ি পোতাজিয়া ২ মৌজা, বুড়ি পোতাজিয়া ৩ মৌজাসহ বিভিন্ন মৌজার প্রায় ১০ হাজার হেক্টর উন্নতমানের জমিতে গবাদী পশুর জন্য উন্নত জাতের ঘাস, ধান, সরিষা মাশকালাইসহ বিভিন্ন ফসল রোপন করা হয়।
এছাড়া নদীর এ স্থান দিয়ে পারাপারের মাধ্যমে ইটাখোলা, ভুরভুরি, হারনি, কাওয়াক, জামাতদার এলাকার শত শত বাথানে লাখ লাখ গবাদীপশুকে আনা নেওয়া, গো-খাদ্য ও সকাল বিকেলে বাথানে উৎপন্ন হাজার হাজার লিটার গরুর দুধ পরিবহন করা হয়।
ওই এলাকা বন্যাপ্রবণ ও অপেক্ষাকৃত নীচু এলাকা হওয়ায় প্রতি বছরের মে মাসের শেষের দিকে তলিয়ে যায়। তখন থেকেই দীর্ঘ সময় এলাকাবাসীকে পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ, সদা পতিত হতে হয় অনাকাঙ্খিত দুর্গতিতে। অথচ অপার সম্ভাবনাময় কৃষিসমৃদ্ধ ওই বিশাল অঞ্চলের জন্য গোহালা নদীর রেশমবাড়ির ওই ঘাট এলাকায় স্বল্প দৈর্ঘের একটি সেতু নির্মাণ করা হলে লাখ লাখ কৃষকের চলাচল, লাখ লাখ গবাদী পশুকে আনা নেওয়া, উৎপাদিত কৃষিপণ্য, কাঁচা ঘাস ও হাজার হাজার লিটার দুধ পরিবহনে এলাকাবাসীর অর্থ ও সময়ের অপচয় বহুগুণে কমে যেতো ও সার্বিক আয় রোজগারও বৃদ্ধি পেতো।
এলাকাবাসী অবিলম্বে ওই স্থানে অবিলম্বে একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com