শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিহারে উৎসব পালন করতে গিয়ে পানিতে ডুবে নিহত ৪৬ প্রচণ্ড শক্তি নিয়ে এগিয়ে আসছে ‘হেলেন’ লেবাননে নিহতের সংখ্যা ছাড়াল ৭০০ এবার ঢাকাসহ ১২ সিটি, ৩২৩ পৌরসভার কাউন্সিলরদের অপসারণ সেনা কর্মকর্তা তানজিম হত্যা: আরও এক আসামি গ্রেপ্তার ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা, হত্যার অভিযোগ আরও ৪টি ভারত থেকে ফিরলেন পাচারের শিকার ৯ বাংলাদেশি নারী হঠাৎ বেড়েছে পদ্মার পানি, ডুবছে ফসলি জমি টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল ভারত এবার আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে: নুর লেবানন ‘নতুন গাজা’ হতে পারে না, হুঁশিয়ারি ম্যাক্রোঁর কাদের-কামালসহ ২৯৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা ফিলিস্তিনে যা ঘটছে তার জন্য পুরো বিশ্ব দায়ী: মাহমুদ আব্বাস নিরাপত্তা সংকটে কক্সবাজার সমুদ্র সৈকত ড. ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন জানালেন জাতিসংঘ মহাসচিব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: পররাষ্ট্র উপদেষ্টা পানিবন্দি ৫০ হাজার পরিবার, অবৈধ বাঁধ অপসারণ চান স্থানীয়রা সৈয়দ শামসুল হকের মৃত্যুবার্ষিকী আজ আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস

দেশে কৃত্রিম খাদ্যসংকট তৈরির চেষ্টা হচ্ছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, দেশে কৃত্রিম খাদ্য সংকট তৈরির চেষ্টা হচ্ছে। কৃত্রিম দুর্ভিক্ষের চেষ্টা চলছে। সে কারণে সব টাকা এখনও ছাড়া হচ্ছে না। যার যত বেশি আছে সে তত পেতে চায়। এ সময়টায় একটু স্লো আগাতে হবে।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এদিন নারায়ণগঞ্জের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক, কারিগরি ও মাদরাসার প্রধানদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শামীম ওসমান বলেন, আমি কিছু বিষয় নিয়ে হতাশায় ভুগছিলাম। কিন্তু এখন আমি হতাশা থেকে আশার আলো দেখলাম। আলোর ঝলকানি দেখলাম। এ দেশে কেউ মাথা নিচু করতে পারবে না। এদেশ উঁচু হবেই। শুধুমাত্র আপনাদের আদর ও ভালোবাসা দরকার। শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি দরকার আদর। প্রতিটি ছাত্রের প্রতি ভালোলাগা। শিক্ষকতা একটি মহৎ পেশা। এখানে অনেক বেশি টাকা নেই। কিন্তু সম্মান অনেক বেশি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু না মরলে রাজনীতিতে আসার কথা ছিল না। মাকে বলেছিলাম আমাদের কি স্বাধীনতা নেই। তখন মা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমার মায়ের নিচু মাথাকে উঁচু করার জন্য রাজনীতিতে এসেছি। এখন আমার কোনো ক্ষমতা নাই। তখন ছাত্রনেতা হিসেবে আমি নিজেই চিন্তা করি আমার কত ক্ষমতা ছিল।

ছাত্র রাজনীতির স্মৃতি স্মরণ করে শামীম ওসমান বলেন, আমরা জেলখানা থেকে যখন আসামি ছাড়াতাম তখন ডিসির কাছে যেতাম না জজের কাছেও যেতাম না। আসতাম সোজা জেলখানা গিয়ে বলতাম দরজা খোল। দরজা খুলতো আসামিকে বলতাম বের হ। বের হতো নিয়ে আসতাম।

ওপর থেকে জেলা প্রশাসক এসে বলতো ভাই জামিনটা নিয়ে যাও। একদিনে ৫৯-৬০ টা করে মামলা হইতো। পুলিশকে বলতাম এতগুলো মানুষ কোর্টে যাবো খাওয়া ধাওয়া করতে হবে টাকা দেন। পুলিশ টাকা দিতো খাওয়া ধাওয়া করে জামিন নিতাম। কারণ বঙ্গবন্ধুকে হত্যার পর তখন কিছুই মানতে পারছিলাম না।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মো. নূরুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমীর খসরুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com