কুমিল্লার দেবীদ্বারে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে নারীদের দীর্ঘ লাইন থাকলেও ইভিএম জটিলতায় ধীর গতিতে চলছে ভোটগ্রহণ।
সোমবার (৭ ফেব্রুয়ারী) সকাল ৮টা থেকে ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টিতে চলছে ভোটগ্রহণ। এর মধ্যে উপজেলার বরকামতা ও গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে হচ্ছে ভোট গ্রহণ।
এদিকে ইভিএম ভোটিংয়ে ভোট গ্রহণ বেশ ভোগান্তিতে পড়েছে ভোটাররা। অনেক বুথে আঙ্গুলের ছাপ জটিলতা, আবার কোথাও ইভিএম ডিভাইস সমস্যা। এমন নানান সমস্যায় ভোট গ্রহণে বেশ ধীরগতি। দীর্ঘ হচ্ছে ভোটারের লাইন। এতে করে বেকায়দায় পড়ছেন নারী, শ্রমজীবি ও বয়স্ক ভোটাররা।
উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ভোটার সুফিয়া বেগম জানান, আমি ২ ঘন্টা লাইনে দাড়িয়ে থেকে ভোট দিতে গেলে তারা বলেন, “আমার নাকি আঙ্গুলের ছাপ মিলে না, ৩টার পর আইতে কইছে। ‘
একই সমস্যায় পড়েছেন নবীয়াবাদ ভোট কেন্দ্রের ভোটার জাহাঙ্গীর। তিনি কৃষি কাজ করেন। কাজের সাথে মিশে গেছে আঙ্গুলের রেখাও। তাই ভোট না দিয়েই ফিরে গেছেন।
এদিকে দক্ষিণ গুনাইঘর ইউনিয়ের পদ্মকুট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ও মাশিকারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দুইটি বুথে ২টি ইভিএম ডিভাইস বিকল হলে ৩০ মিনিট গ্রহণ বন্ধ থাকে। পরে সেগুলো সরিয়ে নিয়ে নতুন ডিভাইস স্থাপন করার পর ভোটগ্রহণ শুরু হয়।
বরকামকা ইউনিয়নের বাগমারা ইসলামিয়া আলিম মাদ্রাসা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রুহুল আমিন জানান, ‘ওই কেন্দ্রে এ পর্যন্ত (দুপুর দেড়টা) ৫০ শতাংশ ভোট গ্রহণ করা হয়েছে। নারী ভোটারের উপস্থিতি বেশি হওয়ায় এবং মহিলাদের নারীদের ইভিএমে ভোট দিতে কিছুটা দেরি হওয়ার কারণে নারীদের নারীদের লাইন দীর্ঘ হচ্ছে। তবে উপস্থিত ভোটারদের ভোট গ্রহণ আমরা শেষ করবো। ’
বাংলা৭১নিউজ/এসএইচ