দেশের প্রকৃতি, মানুষ, সংস্কৃতি এবং জীব-বৈচিত্র্য নিয়ে দুই দিনের আলোকচিত্র প্রদর্শনী হয়ে গেল রাজধানীর দৃক গ্যালারিতে। ফটোগ্রাফি সংগঠন অ্যাঙ্গেল থ্রি সিক্সটি দ্বিতীয়বারের মতো আয়োজন করে এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর।
প্রদর্শনীর ছবিগুলো তুলেছেন একেবারেই নবীন আলোকচিত্রীরা। দেশ, প্রকৃতি, সংস্কৃতিকে নবীনরা কীভাবে দেখেন তার একটা প্রতিচ্ছবি এই প্রদর্শনী।
জীবন কোথায় কেমন? সেই চিত্র এবং বক্তব্য যেন প্রতিবেদন আকারে উঠে এসেছে ছবিগুলোতে।
প্রদর্শনীর বড় অংশ জুড়ে ছিল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। প্রাণীদের জীবন, আচরণ এবং খাবার- তথ্যচিত্রের মতো ধরা দিয়েছে আলোকচিত্রীদের স্থিরচিত্রে। একই সাথে এসব প্রাণীর তথ্য সংগ্রহ ও সংরক্ষণের মাধ্যমে সম্মৃদ্ধ হচ্ছে প্রাণীদের তথ্য ভান্ডার।
ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কুদরত-ই খুদা লিটু জানান, “১২০ জন নবীন আলোকচিত্রী অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। এখন তারা সবাই আলোচিত্রী হয়ে ওঠার প্রথম ধাপে। মূলত ভালো লাগা থেকেই হাতে তুলে নিয়েছেন ক্যামেরা।”
আয়োজকরা আশা করছেন এত আলোকচিত্রীর মধ্য থেকে নিশ্চই কেউ উজ্জ্বল হয়ে উঠবেন সামনের দিনগুলোতে।