শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

দুর্বৃত্তদের আগুনে প্রাণ গেল খালা-ভাগ্নির

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯
  • ১৬১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছেন আরেক নারী। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। খালা সুরমা বেগম ঘটনাস্থলে মারা যান। আর ভাগ্নি খাদিজা শনিবার দুপুর ১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আর খাদিজার মা আঙ্গুরা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, সুরমা তার স্বামীর সঙ্গে বিরোধের কারণে গত ১০ দিন ধরে বড় বোন আঙ্গুরা বেগমের বাড়িতে ওঠেন। শুক্রবার রাতে খাবার পর তারা ঘুমিয়ে পড়েন। রাতে ওই ঘরের পেছন দিক দিয়ে সিঁধ কেটে ঘরে ঢুকে দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় লেপ-তোষকে আগুন ধরিয়ে দেয়।

ওই বাড়ির যুবক রাকিব জানান, রাত সাড়ে ১২টা থেকে সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে যান এবং তাদের হাসপাতালে ভর্তি করেন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি বলে জানান রাকিব।

নিহত সুরমার মেঝবোন শাহিনুর ও ভাই মহিউদ্দিন জানান, সুরমার বাবার বাড়ি লালমোহন ইউনিয়নের ২নং ওয়ার্ডের পন্ডিত বাড়ি। ছয় মাস আগে বোরহানউদ্দিন উপজেলার দেউলা এলাকার রফিকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। এ নিয়ে কয়েকবার বিচার সালিশও হয়েছে। ১০ দিন আগে সুরমাকে বাড়িতে পাঠিয়ে দেন স্বামী রফিক। তিনি তখন বড়বোন আঙ্গুরার বাড়িতে ওঠেন। এই অগ্নিকা-ের সঙ্গে রফিক জড়িত বলে তারা দাবি করেন।

ভোলার সিভিল সার্জন রথিন্দ্র নাথ মজুমদার জানান, আগুনে দুইজনের মৃত্যু হয়েছে, আর আঙ্গুরা বেগম চিকিৎসাধীন। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হচ্ছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

বাংলা৭১নিউজ/এম এস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com