গত ২৩ জানুয়ারি পরীবাগে ফিডারের সক্ষমতা বৃদ্ধির কাজ চলাকালে মই থেকে পড়ে গিয়ে নিহত ডিপিডিসির বিদ্যুৎ কর্মীর পরিবারকে পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় ডিপিডিসি।
এ সময় বিদ্যুৎ উপদেষ্টা ভবিষ্যতে কাজের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করার নির্দেশনা দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে খোঁজখবর নেন।
বিদ্যুৎকর্মী মো. জাহিদুল ইসলাম মই থেকে পড়ে গিয়ে আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন। তার পরিবারের পুনর্বাসনের জন্য তার বাবা এবং স্ত্রীকে দুই লাখ পঞ্চাশ টাকার দুইটি পৃথক পে অর্ডারে পাঁচ লাখ টাকা প্রদান করা হয়।
বাংলা৭১নিউজ/এসএকে