মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সর্বস্তরেই চিকিৎসকদের পদোন্নতি, কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, সহকর্মীদের বিক্ষোভে রণক্ষেত্র মহাসড়ক ট্রাম্পের বিরুদ্ধে মুসলিম অধিকার সংস্থার মামলা এপ্রিলে আসছে নতুন আরেকটি রাজনৈতিক দল ‘বিকাশ’-এর ফেসবুক লাইভ থেকে কেনাকাটার সুযোগ ‘রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকা এনে কর ফাঁকি দিলেন এক করদাতা’ বাংলাদেশি এনজিও টিএমএসএসকে জাপানের ৯১ লাখ টাকা সহায়তা বিয়ে করলেন সমন্বয়ক রাফি আরও ১১৫ উপজেলায় মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন: তুলসী গ্যাবার্ড গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত অনুমোদন ডিজিটাল নজরদারি আইন ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্প্রদায় থেকে শিগগিরই রোডম্যাপ চায় বাংলাদেশ মার্কিন সিনেটর গ্যারি পিটার্স ঢাকায় এসেছেন নরসিংদীতে ঘরে ঢুকে ৩ সন্তানের জননীকে ধর্ষণ, হত্যার হুমকি বিএনপিকে ১/১১’র মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে: তারেক রহমান ‘পুঁজিবাজারে যত সুবিধাই দেওয়া হয়েছে, মার্কেটে বেনিফিট দেখা যায়নি’ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর নীতিগত অনুমোদন এমসি কলেজে ধর্ষণের মামলা চলবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

দুবাই প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ দাবি, নারীসহ গ্রেফতার ৩

সাভার (ঢাকা) প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

সাভারে দুবাই প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ আদায়কালে এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে পৌর এলাকার নামা গেন্ডা থেকে অপহৃত প্রবাসী মনসুর আলমকে উদ্ধার এবং অপহরণে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।  

প্রবাসী মনসুর আলম চট্টগ্রামের বাঁশখালী থানার ছেছুরিয়া গ্রামের নুরুস সাফার ছেলে।

অপহরণ এবং মুক্তিপণ আদায়কালে তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা।  গ্রেফতাররা হচ্ছেন- মারফ হোসেন (৩৪), আরিফ হোসেন (২৮) ও লাভলী আক্তার (২৯)।

পুলিশ জানায়, একই কফিলের অধীনে কাজ করার সুবাদে সংযুক্ত আরব আমিরাতে‌র দুবাইয়ে প্রবাসী মনসুর আলমের সঙ্গে পরিচয় হয় লাভলী আক্তারের।

৯ মাস আগে লাভলী তার কাছ থেকে ৬৫ হাজার টাকা ধার নিয়ে দেশে ফিরে আসেন। 

এদিকে প্রবাসী মনসুর আলম গত ২৬ জানুয়ারি দেশে ফেরার পর লাভলী আক্তারের কাছে পাওনা টাকার জন্য যোগাযোগ করেন। গত ১২ মার্চ পাওনা টাকা নিতে ব্যাংক‌ টাউনে গেলে তাকে অপহরণ করে নেওয়া হয় নামা গেন্ডার একটি বাড়িতে। এ সময় তার পকেটে থাকা ৭২ হাজার টাকাও ছিনিয়ে নেয় অপহরণকারীরা। তার ওপর চালানো হয় নির্মম নির্যাতন। মুক্তিপণ হিসেবে দাবি করা হয় নগদ সাড়ে তিন লাখ টাকা। 

এ বিষয়ে ওই প্রবাসীর পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আসামিদের অবস্থান শনাক্ত করে এবং অভিযান চালিয়ে অপহৃত প্রবাসীকে উদ্ধার এবং জড়িত চক্রের তিনজনকে গ্রেফতার করে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com