বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় সড়কে প্রাণ গেলো বাংলাদেশির আজই কারামুক্ত হবেন ডেসটিনির রফিকুল আমীন-হোসেন, আশা আইনজীবীর ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করলেন ইরানের প্রেসিডেন্ট সাড়ে ৫ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার টিউলিপ ও পুতুলের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান নির্বাচনের আগে ট্রায়াল কোর্টে বিচারের আশা আসিফ নজরুলের ছাত্রীদের আবাসনের জন্য মাসে ৩ হাজার টাকা দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে কমিশন গঠন ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রতিবেদন নিয়ে আলোচনা গাজীপুরে দিনব্যাপী ‘মার্সেল ডিস্ট্রিবিউটর সামিট-২০২৫’ মারা গেছেন সাবেক আইজিপি আজিজুল ৩ কোটি টাকা মূল্যের শো-রুমের গাড়ি নিয়ে লাপাত্তা : গ্রেপ্তার ৫ দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন করল ইরান প্রাথমিকে শিক্ষক বদলি শুরু, চলবে মার্চ পর্যন্ত ক্যান্সার আক্রান্ত গৃহবধূকে গলাকেটে হত্যা ইসি গঠনে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার বিধান বাতিলের প্রস্তাব ফেনীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু তাবলিগ জামাতের সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা বান্দরবানে ৭ শ্রমিককে অপহরণ

দুপচাঁচিয়ায় বর্ষার শুরুতেই খলশানী বিক্রির ধুম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ৩৭৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মোঃ গোলাম ফারুক, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: দুপচাঁচিয়া উপজেলায় বর্ষার শুরুতেই বিভিন্ন হাট বাজারে মাছ ধরার উপকরন বাঁশের তৈরী খলশানী বা চাঁই বিক্রির ধুম পরেছে। এলাকার হাট বাজার গুলোতে প্রতিদিন শত শত এই সব খলশানি বা চাঁই বিক্রি হচ্ছে।
দুপচাঁচিয়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী ধাপসুলতানগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, হাটের পশ্চিম দিকে দক্ষিণ কোনায় মাছ বিক্রির এসব চাঁই স্থানীয় ভাষায় খলশানি বিক্রির জমজমাট আসর। বিভিন্ন এলাকা থেকে অনেকেই তাদের নিপুন হাতের তৈরী এসব খলশানি নিয়ে এসে তা বিক্রির জন্য পরসা সাজিয়ে দাড়িয়ে আছে। এ ব্যাপারে খলশানি বিক্রেতা পার্শ্ববর্তী নন্দিগ্রাম উপজেলার পারশুন গ্রামের অপিল মাঝির পুত্রদ্বয় রতন (৩৪), উজ্জল (৩০) জানান, আষাঢ় শ্রাবন দুই মাস বর্ষাকাল। প্রতি বছর বর্ষার শুরু থেকে তাদের খলশানি বিক্রির এ ব্যবসা শুরু হয়। চলে পুরো বর্ষারই দু’মাস।
এ দু’মাসের জন্য তারা সারা বছর অপেক্ষায় থাকে। অন্যান্য মাসে তারা খলসানি তৈরীর সামগ্রী ক্রয় করে তা খলশানি তৈরীর কাজের উপযোগী করে প্রস্তুত করে। বর্ষা শুরুর এক মাস আগে থেকেই শুরু করে খলশানি তৈরীর কাজ। এ কাজে বাড়ীর গৃহীনি থেকে শুরু করে ছেলে-মেয়েরাও সহযোগীতা করে। এসব খলশানি তৈরীতে প্রকার ভেদে খরচ হয় ১০০ থেকে ৩০০ শত টাকা। আর তা বিক্রি হয় ৩০০ শত থেকে ৫০০ শত টাকা পর্যন্ত। অপর খলশানী বিক্রেতা গোপেল মাঝির পুত্র গোপাল (৩২) কাহালু উপজেলার হরিপুর গ্রামের বিরেশ্বরের পুত্র নিমাই (৪৪) “বাংলা৭১নিউজ” কে জানান, তারা প্রতি হাটে ৩০ থেকে ৪০ টি খলশানী বিক্রি করেন। তারা আরও জানান, খলশানী তৈরীর সামগ্রীর দাম আগের চেয়ে অনেক বেড়েছে। তাই আগের মত আর লাভ হয়না।
দীর্ঘ দিন থেকে এ ব্যবসায় জরিত, তাই এ ব্যবসা ছাড়তে পারছে না বলেই ধরে আছে। স্থানীয় এক খলশানী ক্রেতা ধাপহাট এলাকার রইচ উদ্দিনের পুত্র শাহাদত হোসেন (৪৫) জানান, হাট-বাজার থেকে দেশীয় মাছ প্রায় হারিয়েই গেছে। যে দু’একজন দেশীয় মাছ বিক্রির জন্য আনেন, তার দাম অনেক। যা তাদের মত মধ্যবিত্ত পরিবারের ক্রয় করে খাওয়া কষ্টকর। তাই হাট থেকে ৪টি খলশানী কিনেছেন। বগুড়া শহরের চকঝুঁপি জিগাতলা এলাকার মিছির সরকারের পুত্র মোজাহার সরকার (৭০), ক্ষেতলাল উপজেলার হন্তাবাদ এলাকার মৃত মনতেজার রহমানের ছেলে মোস্তফা (৪৫) অনুরূপ একই কথা বলে জানান, আষাঢ়ের গত কয়েক দিন টানা বৃষ্টি হওয়ায় মাঠে ঘাটে বেশ পানি জমেছে। এই পানিতে দেশী সিং, টেংরা, কই, পুঁটি, শাটি মাছ পাওয়া যায়। এসব মাছ ধরার জন্যই তারা বাহিরে থেকে বৃহৎ এই ধাপসুলতানগঞ্জ হাটে এসেছেন। খলশানীও কিনে নিয়ে যাচ্ছেন। তারা আরও জানান, বর্ষা এবার আগাম শুরু হওয়ায় খলশানী বা চাঁই এর কদরও বেরেছে। হাট-বাজারে তাই বিক্রির ধুমও পড়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com