বাংলা৭১নিউজ,ঢাকা: ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা দুর্নীতি দমন কমিশন (দুদক) করেছিলাম। সত্যিকার অর্থে যারা দুর্নীতি পরায়ণ তাদের দুর্নীতি ধরার জন্য। কিন্তু এখন সেটা সরকারের তল্পিবাহক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।’
মঙ্গলবার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও আগামী নির্বাচন নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে করার দাবিতে ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে দুদক এখন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। আর সে জন্যে মিথ্যা ভিত্তিহীন মামলা দিয়ে আমাদের নেতাদের চরিত্র হরনের চেষ্টা হচ্ছে। সরকারের এজেন্ট হিসেবে কাজ করছে। সরকার ও তাদের উদ্দেশ্য একই।’
মওদুদ আহমদ বলেন, ‘বেগম জিয়াকে জেলে রাখা এবং অন্য নেতাদের চরিত্র হরণ করা ও তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে দুদকের কাজ। বিএনপি যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে এটাই হলো তাদের মূল লক্ষ্য।
মওদুদ বলেন, ‘আমাদের নেত্রীকে কারাগারে বন্দি রেখে, নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা দিয়ে আপনি ভোট চেয়ে বেড়াবেন। এতেই প্রমাণিত হয় আপনি গণতন্ত্র চান না। আপনারা চান একদলীয় শাসন।’
বাংলা৭১নিউজ/জেএস