শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

দুদকে অভিযোগ, অভিযান ও মামলা বেড়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৩৭ বার পড়া হয়েছে

২০২২ সালে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ, মামলা দায়েরের সংখ্যা বেড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে দুর্নীতি ও অনিয়মের। তবে কমেছে ফাঁদ মামলার সংখ্যা। দুদকের বার্ষিক প্রতিবেদন সূত্রে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালে দুর্নীতি ও অনিয়মের তথ্য সরাসরি জানাতে দুদকের হটলাইন ১০৬ নম্বরে কল আসে ৩৯ হাজার ২৬৭টি। এরমধ্যে রেকর্ড করা হয় এক হাজার ১২টি অভিযোগ বা ২ দশমিক ৬ শতাংশ। এরপর ২০২২ সালে এই কলের সংখ্যা বেড়ে হয় ৩৯ হাজার ৪৪৮টি। এরমধ্যে রেকর্ড করা হয় এক হাজার ৭৬২টি অভিযোগ বা ৪ দশমিক ৫ শতাংশ।

এছাড়া ২০২২ সালে এনফোর্সমেন্ট বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ এসেছে দুই হাজার ৫৫০টি। দুদক টিম অভিযান চালিয়েছে ৪৫৬টি। বিভিন্ন দপ্তরে অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য পত্র দেওয়া হয়েছে ৯১৩টি। তফসিল বহির্ভূত ৭৩২টি অভিযোগ ছিল।

তবে ২০২১ সালে এসব অভিযোগ ও অভিযানের সংখ্যা ছিল কম। ওই বছর এনফোর্সমেন্ট বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ এসেছিল এক হাজার ৪৫৩টি, আর ২৪৫টি অভিযান চালায় দুদক টিম, বিভিন্ন দপ্তরে ব্যবস্থা গ্রহণের জন্য পত্র দেওয়া হয় ৬৮০টি। তফসিল বহির্ভূত ছিল ৪৬৮টি অভিযোগ।

এদিকে ২০২২ সালে তথ্যানুসন্ধান ৯৬টি, আর ফাঁদ মামলা ছিল একটি। একই বছর প্রতিবেদনের ওপর ৬০০টি সিদ্ধান্ত দেয় কমিশন, সরাসরি মামলা দায়ের হয় পাঁচটি, অভিযান থেকে অনুসন্ধান হয় ৬৩টি, প্রশাসনিক ও অন্যান্য ব্যবস্থা গ্রহণে পত্র দেওয়া হয় ১৪২টি ও অভিযোগ সমাপ্তির ঘটনা ঘটে ৩৯০টি।

এর আগে ২০২১ সালে তথ্যানুসন্ধান ৫৮টি, ফাঁদ মামলা ছিল দুটি। ওই বছর প্রতিবেদনের ওপর ৪৩৮টি সিদ্ধান্ত দেয় কমিশন, সরাসরি মামলা হয় দুটি, অভিযান থেকে অনুসন্ধান হয় ৫১টি, প্রশাসনিক ও অন্যান্য ব্যবস্থা গ্রহণে পত্র দেওয়া হয় ৭৩টি এবং পরিসমাপ্তির ঘটনা ঘটে ৩১২ টি।

বাংলা৭১নিউজ/এআরকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com