তুচ্ছ ঘটনার জেরে পটুয়াখালীর বাউফলের ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন কিশোরের ছুরিকাঘাতে দশম শ্রেণির দুই শিক্ষার্থী খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল করছে তার সহপাঠীরা। এর সাথে একাত্মতা প্রকাশ করেছেন অভিভাবকসহ এলাকাবাসী।
বাউফল থানার অফিসার ইনচার্জ ওসি আল মামুন বলেন, দুই শিক্ষার্থী খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। আসামিদের গ্রেফতার করতে সক্ষম হবে পুলিশ। এ ঘটনায় আহত ছাত্র সিয়াম বর্তমানে আশংকামুক্ত অবস্থায় বাউফল উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েকজন ছাত্র ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা করে দশম শ্রেণির তিন ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর রক্তাক্ত আহতবস্থায় শিক্ষার্থীদের উদ্ধার করে বাউফল উপজেলা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত সাড়ে ৭ টায় ইন্দ্রকূল গ্রামের মিরাজ মোস্তফার ছেলে নাফিজ (১৫) ও বাবুল হাওলাদারের ছেলে মারুফ (১৫) মারা যায়। এনামুল মৃধার ছেলে মো. সিয়াম (১৫) গুরুতর আহতাবস্থায় বাউফল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ