বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দীপু মনির ১৬ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন জাতিসংঘের প্রতিবেদন অকাট্য দলিল হিসেবে ব্যবহার করা যাবে মোটরযান গতিসীমা থাকলেও বাস্তবায়নের অভাবে মিলছে না সুফল ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চায় বিএনপি বিসিএসে চূড়ান্ত নিয়োগে বাদ পড়া ঠেকাতে হচ্ছে আইন বিকাশ-এর ‘ডিজিটাল ইউনিয়ন’ কার্যক্রম শুরু আ.লীগ নিষিদ্ধ চেয়ে প্রধান উপদেষ্টার কাছে শিক্ষার্থী-গবেষকদের চিঠি নারায়ণগঞ্জে ডেভিল হান্টসহ নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৩৫ আর্জেন্টিনা থেকে এলো ৫২ হাজার টন গম র‍্যাব বিলুপ্তির বিষয়ে জাতিসংঘের সুপারিশ নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইসির সঙ্গে বৈঠক সংস্কার ছাড়া নির্বাচন নয়: জামায়াত বাংলাদেশে আইন প্রয়োগে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান এইচআরডব্লিউর হাসিনাসহ ৫০০ জনের বিরুদ্ধে ৮৪৮ নেতাকর্মী হত্যার অভিযোগ বিএনপির লিবিয়া থেকে ফিরলেন ১৪৫ বাংলাদেশি জাতিসংঘের সুপারিশের বিষয়ে সবাই মিলে বসে সিদ্ধান্ত বাংলাদেশে গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, বিশ্বমিডিয়ায় তোলপাড় প্রধান উপদেষ্টার নেতৃত্বে ৭ সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন কীর্তনখোলায় জ্বালানি তেলের ট্রলারে বিস্ফোরণ: নিখোঁজ ২ কন্টেন্ট ক্রিয়েট কাফির বাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা

দুই বোনের পেট থেকে বের হলো ৪ হাজার ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

পেটের ভেতরে ইয়াবা নিয়ে ঢাকায় যাওয়ার সময় কক্সবাজার বিমানবন্দরে দুই বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়। এরপর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তাদের পেট থেকে বের করা হয় চার হাজার পিস ইয়াবা। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও এক ব্যক্তিকে আটক করা হয়।

আটকরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আকতার হোসেন (৩২), তার স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)। তারা আপন দুই বোন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম বলেন, গোপন তথ্য ছিল টেকনাফ থেকে ইয়াবার চালান বিমানে করে ঢাকায় পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কক্সবাজার বিমানবন্দরে অবস্থান করে। একপর্যায়ে ইয়াবার চালান বহনকারী তিনজনকে শনাক্ত করা হয়। এদের মধ্যে জামিলার স্বামী আকতার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

 

কৌশলগত কারণে আকতারকে প্রথমে আটক করা হয়নি। তিনি আলাদা ফ্লাইটে ঢাকা রওয়ানার পর দুই বোনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তারা পেটে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।

এরপর দুই বোনকে নিয়ে একটি প্যাথলজি সেন্টারের ল্যাবে গিয়ে এক্সে-রে করা হয়। এতে তাদের পেটে মেলে ইয়াবা।

এরপর দুই বোনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এনে বিশেষ প্রক্রিয়ায় ইয়াবা বের করার কার্যক্রম শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চেষ্টা চালিয়ে তাদের পেট থেকে বের করা হয় চার হাজার পিস ইয়াবা।

 

অপরদিকে, ইয়াবা বহনের সত্যতা নিশ্চিতের পর ঢাকা বিমানবন্দর থেকে উম্মে জামিলার স্বামী আকতার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক আরেকটি টিম অভিযান চালিয়ে আটক করে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com