মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র: মিলার সাইবার নিরাপত্তা আইন বাতিল করতে হবে: ড. ইফতেখারুজ্জামান শাহ্জালাল ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসারদের ফাউন্ডেশন ট্রেনিং কোর্স শুরু দুর্গাপূজার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন মন্ত্রী-এমপিরা কার ইঙ্গিতে পালালো তাদের শ্বেতপত্র প্রকাশ করুন: ফারুক মোটরসাইকেলের ইঞ্জিনেই চলবে হেলিকপ্টার! তাপসী তাবাসসুমকে আদালতে হাজির হতে নির্দেশ নেত্রকোণায় লাখ মানুষ পানিবন্দি, এক মৃত্যু আন্দোলন দমাতে অস্ত্র ব্যবহার, যুবলীগ কর্মী আরাফাত গ্রেপ্তার সংস্কার কাজ দ্রুত শেষ করার তাগিদ আসিফ নজরুলের পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন হপফিল্ড ও হিন্টন ইসির ১৬ কর্মকর্তাকে বদলি সংস্কার করলে করেন কিন্তু মালগাড়ির মতো চলবেন না প্রশাসনে থাকা স্বৈরাচারের কীটপতঙ্গ দেশকে বিপদে ফেলবে: রিজভী একটা ইলিশ ৭ হাজার টাকা! গ্রিসে পুলিশি হেফাজতে বাংলাদেশি যুবকের রহস্যজনক মৃত্যু সেই ম্যাজিস্ট্রেটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আবু সাঈদের পরিবারের খালেদা জিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জ গঠন ২০ অক্টোবর ঊর্মির বিরুদ্ধে মামলার আবেদন হারিকেন ‘হেলেনের’ পর এবার ‘মিল্টন’ আঘাত হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

দুই বিচারপতিকে বিচারকাজ থেকে না সরালে নতুন কর্মসূচির হুঁশিয়ারি

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৩ বার পড়া হয়েছে
জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বিচারকদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেওয়া বিচারপতিদের বিচারকাজ থেকে বিরত রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। প্রধান বিচারপতির কাছে এ দাবি জানিয়ে তারা ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন। এ সময়ের মধ্যে তা না করলে সংশ্লিষ্ট বিচারপতিদের পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

আজ রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।

বিএনপিপন্থী আইনজীবীদের এ সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির আইনবিষয়ক সম্পাদক।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কায়সার কামাল বলেন, ‘গত ১৫ আগস্ট সুপ্রিম কোর্ট আয়োজিত শোকসভায় আপিল বিভাগের দুজন বিচারকের বক্তব্য বিচারপতি হিসেবে নেওয়া শপথের সুস্পষ্ট লঙ্ঘন। একজন রাজনৈতিক কর্মী যে ভাষায় বক্তব্য দেন, অনেক বিচারপতির বক্তব্যে তার প্রতিফলন আমরা লক্ষ করেছি। যারা নিজেদের রাজনীতিবিদ বিবেচনা করেন তারা ভবিষ্যতে কী ধরনের বিচার করবেন, তা বলাই বাহুল্য।

এ ক্ষেত্রে আমরা মনে করি, বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক প্রধান হিসেবে মাননীয় প্রধান বিচারপতি মুখ্য ভূমিকা পালন করতে পারেন।’সুপ্রিম কোর্টের এ আইনজীবী বলেন, ‘আপিল বিভাগের দুজন বিচারপতি যেহেতু শপথ ভঙ্গের মাধ্যমে বিচারকাজ পরিচালনার আইনি ও নৈতিক অধিকার হারিয়েছেন, তাই তাদের বিচারিক কাজ থেকে বিরত রাখতে মাননীয় প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানাচ্ছি।’ 

গত ১৫ আগস্ট সুপ্রিম কোর্ট আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে বিচারকদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেন আপিল বিভাগের একজন বিচারপতি। ওই অনুষ্ঠানেই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিদের দৌড়ঝাঁপ নিয়ে সমালোচনা করেন আপিল বিভাগের আরেক বিচারপতি।

এর পর থেকে এ দুই বিচারপতির পদত্যাগ দাবি করে নানা কর্মসূচিও পালন করে আসছেন বিএনপিপন্থী আইনজীবীরা।আবার দুই বিচারপতির পক্ষ নিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন ও আওয়ামীপন্থী আইনজীবীদের নিয়ন্ত্রণে থাকা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। তারা বলছেন, বিচারকদের বক্তব্যের ভুল ব্যাখ্যা করে বিচারাঙ্গনকে অস্থিতিশীল করতেই বিএনপিপন্থী আইনজীবীরা এমন দাবি করছেন।

দুই বিচারপতিকে বিচারকাজ থেকে সরাতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া নিয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে আমার দায়িত্ব হচ্ছে, আইনি বিষয়ে ব্যাখ্যা করা, কথা বলা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা মাননীয় বিচারপতিদের বক্তব্যের খণ্ডিত অংশ নিয়ে কথা বলছেন।

পুরোপুরি না শুনে, না বুঝে, না পড়ে উনারা যা বলছেন, তা ঠিক নয়। উনি (বিচারপতি) যেটা বলেছেন, ঠিকই বলেছেন। কেবল বাংলাদেশ না, সব দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলিল হচ্ছে সংবিধান। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলিল হচ্ছে আমাদের সংবিধান।’রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘সংবিধানের পঞ্চম সংশোধনী বা সপ্তম সংশোধনী কিন্তু রাজনীতিবিদরা বাতিল করেননি। আদালত বাতিল করেছেন। সংবিধানের বাইরে যদি কোনো কাজ হয়, সংবিধানের অভিভাবক হিসেবে আদালতের সেটি দেখার দায়িত্ব। আদালত যদি মনে করেন কোনো বিষয় সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক, তখন সেটি আদালত বাতিলও করতে পারেন। এই দৃষ্টিতে উনার (ওই বিচারপতির) বক্তব্যটা বিবেচনা করে দেখেন উনারা (বিএনপির আইনজীবীরা) যেটা বলছেন, সম্পূর্ণ ভুল বলছেন।’

জাতিয়তাবাদী আইনজীবী ফোরামের দাবি সর্বোচ্চ আদালতের পরিবেশ নষ্টের চেষ্টা হতে পারে উল্লেখ করে এ এম আমিন উদ্দিন বলেন, ‘আমি জানি না কী কারণে তারা এসব করছেন। আদালতের পরিবেশ বিনষ্ট করা বা উত্তপ্ত করার চেষ্টা হতে পারে। তবে এটা দেশের জন্য, মানুষের জন্য, বিচারপ্রার্থী জনগণের জন্য কখনোই ভালো হবে না।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com