সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দুই নৌকার সংঘর্ষে ২৫টি গরু মারা গেছে। শুক্রবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরার চর এলাকায় এ ঘটনা ঘটে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, শুক্রবার রাতে জামালপুর জেলার পিংনা গরুর হাট থেকে গরুবোঝাই একটি নৌকা কাজিপুরের মেঘাই ঘাটের দিকে যাচ্ছিল। নিশ্চিন্তপুর ইউনিয়নের জজিরার চর এলাকায় পৌঁছালে বালুবাহী একটি নৌকার সঙ্গে গরুবোঝাই নৌকাটির ধাক্কা লাগে। এসময় নৌকাটি ডুবে গেলে ২৫টি গরু মারা যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় নৌকা ও তিনটি জীবিত গরু উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/সিএফ