সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজবাড়ীতে শীতার্তদের পাশে সেনাপ্রধান অসচ্ছল শিক্ষার্থীরা চিকিৎসা সহায়তায় পাবেন ১০-৫০ হাজার টাকা কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যের সংস্কার শুরু হবে : উপদেষ্টা বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি পাট-পর্যটন-ফার্মাসিউটিক্যালস-টেলিকমে বিনিয়োগের আহ্বান নদী দূষণ রোধ-বর্জ্য ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন উপদেষ্টা ভারতে প্রশিক্ষণে যাওয়া হচ্ছে না বিচার বিভাগের ৫০ কর্মকর্তার টেকনাফে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ, হেফাজতে নিয়েছে বিজিবি ৯ দফা দাবি আদায়ে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পেট্রোবাংলার চেয়ারম্যান পদে রেজানুর রহমানের যোগদান সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া : প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক স্ত্রীসহ তাপসের ৮০ কোটির সম্পদ, ৬১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সৌদিতে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনাও ফ্ল্যাট উপহার নিয়ে বিতর্কে

দুই দিনের সফরে গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩ বার পড়া হয়েছে

আগামীকাল ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও কোটালীপাড়ায় জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এছাড়াও সফরে ৪২টি প্রকল্পের উদ্বোধন ও ৬টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন ও প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।

সফরের অংশ হিসেবে শনিবার (২৫ ফেব্রুয়ারি) সফরের দ্বিতীয় দিন কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

এর আগে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি। পরে দোয়া ও মোনাজাত করবেন। এরপর তিনি নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন।

এদিকে জনসমাবেশকে কেন্দ্র করে মঞ্চ নির্মাণ ও মাঠ প্রস্তুতের কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে। তোরণ ও ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। দীর্ঘ সাড়ে চার বছর পর কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী।

স্থানীয়রা জানায়, প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছে লাখো মানুষ। কোটালীপাড়াসহ গোপালগঞ্জ জেলার আশপাশের জেলা থেকেও হাজার হাজার নেতাকর্মী এ জনসভায় যোগ দেয়ার অপেক্ষায় রয়েছে বলেও জানায় তারা।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল বাশার খায়ের জানান, প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন করতে টুঙ্গিপাড়া পৌর এলাকায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনসমাবেশকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এদিকে, জনসমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হবে বলে আশা করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

প্রধামন্ত্রীর জনসমাবেশের স্থল পরিদর্শন করে কাজের অগ্রগতির খোঁজখবর নেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি কোটালীপাড়াবাসীর ভালোবাসায় তিনি সিক্ত হবেন বলে মনে করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তাসহ সকল প্রস্তুতি শেষ হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র বলয়।

এ সফরের মধ্যদিয়ে আগামী নির্বাচনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী এমনটাই মনে করছেন স্থানীয়রা।

এর আগে চলতি বছরের ৪ জানুয়ারি ও গেল বছরের ৭ অক্টোবর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com