বাংলা৭১নিউজ, ডেস্ক: ভারতের মাটিতে আগামীকাল প্রথমবার টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। তাই এই টেস্টকে ঐতিহাসিক আখ্যা দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। হায়দ্রাবাদে ম্যাচের আগেরদিন অনুশীলনের পর বিরাট কোহলি এমন মন্তব্য করেন।
বিরাট কোহলি জানালেন, ‘দুই দলের কাছেই এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। আমি তো চাইব এই দু’দল আরও বেশি পরস্পরের বিরুদ্ধে খেলুক। আমরা বেশ কয়েকবার বাংলাদেশে গিয়েছি। মাঝেমাঝেই এই সফরটা হলে ভাল হয়। আমার তো মনে হয় এই টেস্টটা বাংলাদেশও উপভোগ করবে। দর্শকের মাঝে খেলার আনন্দই আলাদা। আমরা নিজেদের খেলাটা খেলতে পারলেই খুশি হব। ’
অপরদিকে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম জানালেন, ‘আমি বেশ অবাক। সত্যিই একটা ইতিহাস তৈরি হচ্ছে। আমরা আমাদের নিজেদের মাটিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে যখন আমরা জয় লাভ করি, সেটা কোনও খবর হয় না। হারলেই খবর হয়ে যায়। কারণ চাপটা থাকে আমাদের উপর। এই টেস্টেও চাপ থাকবে ভারতের উপর। আমরা খোলা মনে খেলব। কত বছর পর ভারতে আমরা খেলতে যাচ্ছি তা মনে করা সম্ভব নয়। তবে ভারত–বাংলাদেশ সফর মাঝেমধ্যে হলে দারুণ হবে। ’
বাংলা৭১নিউজ/এন