যশোর পৌর পার্ক এলাকা থেকে দুই কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।গ্রেপ্তার ইমদাদুল হোসেন যশোরের বেনাপোলের কাগজপুকুর গ্রামের আসলাম হোসেনের ছেলে। গতকাল সোমবার দুপুরে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
৪৯-বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর পৌর পার্ক এলাকায় অভিযান চালানো হয়। পার্কের সামনে রাস্তায় সন্দেহভাজন ইমদাদুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার শরীর তল্লাশি করে গেঞ্জির ভেতরে বিশেষভাবে লুকায়িত চারটি প্যাকেটে পাঁচটি করে মোট ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়।জিজ্ঞাসাবাদে ইমদাদুল স্বীকার করেছে, ভারতে পাচারের উদ্দেশে স্বর্ণের বারগুলো নিয়ে আসা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এই চোরাচালানের সঙ্গে জড়িত। এ ঘটনায় একটি মামলা পক্রিয়াধীন রয়েছে।
বাংলা৭১নিউজ/এমএস