শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

দিল্লির রাস্তায় প্রকাশ্যে ২৬ বার ছুরিকাঘাতে তরুণী হত্যা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৯৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: ভারতের উত্তর দিল্লির বুরারি এলাকার একটি ব্যস্ততম সড়ক। আশপাশে লোকজন যার যার কাজে ব্যস্ত। গাড়িও চলাচল করছিল। রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল ২১ বছর বয়সী এক তরুণী স্কুল শিক্ষিকা। হঠাৎ এক যুবক ছুরি হাতে তাঁর সামনে এসে দাঁড়ায়। কোনো কথা বলার সুযোগ না দিয়ে লম্বা ছুরি দিয়ে তরুণীকে এলোপাথারি ছুরিকাঘাত করতে থাকে।

যুবক প্রচণ্ড ক্ষিপ্রতার সঙ্গে যখন একের পর এক ছুরি চালাচ্ছিল তখন আশপাশের লোক কিছুটা দূরত্ব বাজার রেখে সেই শিক্ষিকার মৃত্যুর দৃশ্য দেখছিলেন তাকিয়ে। মাঝে মাঝে দুই একটা গাড়িকে হর্ন বাজিয়ে চলে যেতে দেখা যায়। রাস্তার সিসিটিভি ফুটেজের বদৌলতে খুনের এই দৃশ্য দুনিয়ার মানুষ দেখছে।

হামলার এক পর্যায়ে শিক্ষিকা মাটিতে লুটিয়ে পরে। তখনও চলতে থাকে ধারালো ছুরির কোপ। শিক্ষিকার নড়াচড়া যখন পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন থামে যুবকের ছুরির আঘাত। তখন ঐ্ এলাকা রক্তে ভেসে যাচ্ছিল। এ পর্যায় আশপাশে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে দেখছিল পুরো ঘটনা। পরে জানা যায় ঐ তরুণীকে ২৬ বার ছুরি দিয়ে আঘাত করা হয়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির ঐ রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন স্কুলশিক্ষিকা করুণা। হঠাৎ করেই তাঁর সামনে সজোরে ব্রেক কষে এক মোটরসাইকেল চালক। কোনো কথা বলার সুযোগ না দিয়েই ওই তরুণীকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় ওই যুবক। এরপর চলতে থাকে ছুরির আঘাত।

শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ছুরির আঘাতগুলো চলতে থাকে। আশপাশে কিছু লোক দাঁড়িয়ে এই দৃশ্য তখন দেখছিল। কোনো দিকে না তাকিয়ে ছুরি চালানোর সঙ্গে চলছিল লাথিও। কয়েক মিনিট ধরে হামলা চলতে থাকে এটা। তরুণীর দেহ পুরোপুরি নিথর হয়ে আসলে হামলাকারী যুবক পালিয়ে যায়। পুরো দৃশ্যটি রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এই সময় রাস্তা দিয়ে লোকজন আসা যাওয়া করলেও কেউ এগিয়ে আসেনি।

প্রতিবেদনে বলা হয়, ঘাতকের নাম সুরেন্দ্রর সিং। দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। নিহত তরুণীর পরিবার পাঁচ মাস আগে সুরেন্দ্রর সিংয়ের বিরুদ্ধে উত্যক্ত করার অভিযোগ করেন। ৩৪ বছর বয়সী সুরেন্দ্র এক সময় নিহত করুণার প্রতিবেশী ছিল এবং তাকে পছন্দ করতো, তবে তিনি বিবাহিত হওয়ায় করুণা তার প্রতি সাড়া দেয়নি। তবে পুলিশ কেন ব্যবস্থা নেয়নি তা পরিষ্কার নয়।

পুলিশের দাবি, দুই পরিবার সমঝোতায় পৌঁছেছিল।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুজন পথচারী হামলাকারীকে ঠেকানোর মৃদু চেষ্টা করলেও ওর হাতে ছুরি থাকায় শেষ পর্যন্ত তারা থেমে যায়।

২৬ বার ছুরি দিয়ে আঘাত করার পর তরুণীর মাথা পাথর দিয়ে আঘাতে আঘাতে থেতলে দেয়া হয়। পরে সে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মনীষ কুমার করুণাকে একটি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যান। পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

তিনি বলেন, ‘আমি মেয়েটিকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি। আমি একশ বার পুলিশকে ডেকেছি কিন্তু তারা আসেনি। তারপর অ্যাম্বুলেন্স কল করি। কেউই আসেনি।’

করুণার পরিবার হাসপাতালের বাইরে প্রতিবাদ-বিক্ষোভ করে।

করুণা ভাই জানান, ঐ লোকটি তার বোনকে দীর্ঘদিন ধরে হেনস্থা করছে। তারা থানায় অভিযোগ করেছিলেন। শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো গেল না।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com