রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৩১ ডিসেম্বর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক দল ঘোষণা করা হবে বিপিএলের পর্দা উঠছে আগামীকাল আগামীকাল থেকে ফের শৈত্যপ্রবাহের আশঙ্কা গোয়েন্দা সংস্থা সংস্কারের ঘােষণা দিলেন সিরিয়ার নতুন গোয়েন্দা প্রধান ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্রটি লিখিত দলিল হবে: সারজিস বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৫ আবারও শাহবাগ অবরোধ করলেন চিকিৎসকরা সচিবালয়ে প্রবেশের অপেক্ষায় শতাধিক সাংবাদিক একদিনে আরও ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ভোটার এলাকা পরিবর্তনে ভোগান্তি কমছে নাগরিকদের নড়াইলের বিস্তীর্ণ ফসলের মাঠে দ্যুতি ছড়াচ্ছে হলুদের আভা বেক্সিমকো ঘিরে উদ্ভূত পরিস্থিতির কোনো দায় নেবে না সরকার হিন্দু সে‌জে ডাকা‌তির প্রস্তু‌তিকালে নারীসহ গ্রেপ্তার ১০ অস্ট্রেলিয়ার সৈকতে ২ মেয়েকে বাঁচাতে গিয়ে বাংলাদেশি দম্পতির মৃত্যু তাদের শাস্তি না দিয়ে কী করে সংস্কার করবেন, প্রশ্ন সারজিসের দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, ১৮১ আরোহীর ১৭৯ জনই নিহত নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত

দিল্লিতে সাবধানে থাকুন! ট্রাম্প ফিরেই মার্কিন নাগরিকদের পরামর্শ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: দিল্লির সংঘর্ষ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়’। সেই ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর শেষ করে দেশে ফেরার পরের দিনই ভারতে থাকা মার্কিন নাগরিকদের দিল্লিতে চলাফেরায় ‘সাবধান থাকা’র পরামর্শ দিল তাঁর সরকার। বুধবার একটি নির্দেশিকা জারি করে ‘উত্তেজনাপূর্ণ এলাকা এড়িয়ে চলা’র কথা বলা হয়েছে।

সোমবার দু’দিনের সফরে ভারতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার রাতে তিনি ফিরে গিয়েছেন দেশে। তার আগে সন্ধ্যার দিকে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে অবধারিত ভাবেই ভারতের ধর্মীয় স্বাধীনতা এবং দিল্লির সংঘর্ষ নিয়ে তাঁকে প্রশ্ন করেন। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা হয়েছে।’’ দিল্লির সংঘর্ষের বিষয়ে তাঁর মন্তব্য ছিল, ‘‘বিষয়টি শুনেছি। তবে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়।’’

কিন্তু মুখে এ কথা বললেও হোয়াইট হাউস যে দিল্লির অশান্তি নিয়ে উদ্বিগ্ন, তা বোঝা গেল তাঁর দেশে ফেরার পরেই। বুধবার একটি নির্দেশিকা জারি করে দিল্লির হিংসার ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরে সাবধান করা হয়েছে ভারতে থাকা মার্কিন নাগরিকদের। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘‘উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক প্রতিবাদ চলছে। ভারতে থাকা মার্কিন নাগরিকদের সেই কারণে সাবধানে চলাফেরা করার পরামর্শ দেওয়া হচ্ছে। যে সব এলাকায় গন্ডগোল চলছে, সেগুলিও এড়িয়ে চলুন।’’

সংঘর্ষ নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু জায়গায় ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ। কার্যত অবরুদ্ধ উত্তর-পূর্ব দিল্লি। বেশ কয়েকটি স্টেশনে বন্ধ মেট্রো চলাচল। সেই সব বিষয় উল্লেখ করে আমেরিকার সাবধানবাণী, ‘‘অশান্তির বিষয়ে আপডেট, রাস্তা, মেট্রো ও অন্যান্য যানবাহন সম্পর্কে তথ্য পেতে স্থানীয় টিভি চ্যানেলগুলিতে নজর রাখুন। ভারত সরকার বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করেছে। যার অর্থ, চার জনের বেশি একসঙ্গে জমায়েত হওয়া নিষেধ। সেই বিষয়টিও মাথায় রাখুন।’’

বাংলা৭১নিউজ/সূত্র: আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com