বাংলা৭১নিউজ,(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ধর্ষণ ও হত্যার শিকার বাকপ্রতিবন্ধী আঞ্জু আরা (৩০) খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে। বুধবার (২৫) দুপুরে খানসামা ডিগ্রি কলেজের পেছনের ভুট্টাক্ষেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের বাবা আব্দুর রহমান বলেন, আমার মেয়ে বাকপ্রতিবন্ধী। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল সে। সন্ধ্যার পর থেকে খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। বুধবার বেলা ১১টার দিকে ভুট্টাক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। আমার সঙ্গে কারও শত্রুতা নেই। আমার বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ শেষে হত্যা করেছে। আমি বিচার চাই।
খানসামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন বলেন, বুধবার দুপুরে নিহতের মরদেহ ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উপজেলার ফারুক হোসেন (৪৫) ও কামাল হোসেন (৪২) নামে দুজনকে আটক করা হয়েছে। তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে কি-না এ বিষয়ে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এফআর