সুনামগঞ্জের তাহিরপুরে হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে আহত বিপ্লব মিয়া (৫০) নামে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২১ জুন) সকাল পৌনে ১০টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত বিপ্লব মিয়া উপজেলার উজান তাহিরপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় আরও সাতজন আহত হন। তাদের তাহিরপুরসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রাণ দেখলেই দৌড়ে যাচ্ছেন হাজারো বানভাসি মানুষ। সোমবার তাহিরপুর শেখ রাসেল স্টেডিয়ামে ত্রাণ নিতে গিয়ে হুড়াহুড়ির সময় ৮ জন আহত হন। এদেরমধ্যে গুরুতর আহত বিপ্লব মিয়া মঙ্গলবার মারা যান।
আহতরা হলেন- তাহিরপুরের আব্দুল খালেক, সরকারি কর্মচারী জসিম, মধ্য তাহিরপুরের জামাল উদ্দিন, তার ছেলে মোস্তাকিম, ভাটি তাহিরপুরের ইউসুফ আলী, ধুতমার মতি মিয়া, মধ্য তাহিরপুরের সেলিম মিয়া।
ওসি আব্দুল লতিফ তরফদার জানান, বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপারসহ সবাইকে জানানো হয়েছে। এ ঘটনায় বিপ্লব মিয়ার পরিবারকে সকল প্রকার সহায়তা দেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ