ঘন কুয়াশা নেই তবে মেঘলা আকাশে বৃষ্টির আশংকায় তীব্র শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। বইছে মৃদু শৈত্য প্রবাহ।
বুধবার (১৭ জানুয়ারি) ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি। এদিকে মঙ্গলবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রী। তবে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান মাত্র ৩ দশমিক ২ ডিগ্রি। এদিকে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৯ ডিগ্রি।
সূর্যের দেখা না পাওয়ায় এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষেরা পড়েছে বিপাকে। সকাল থেকে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন।
আবহাওয়া অফিসের তথ্যমতে, তাপমাত্রা আরও কমে যেতে পারে আগামি দিনগুলোতে।
এদিকে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল থেকেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে এ জনপদের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছেন এ জেলার নিম্ন আয়ের সাধারণ মানুষ। শীত নিবারণের চেষ্টায় উষ্ণতা পেতে রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে খড়কুটো দিয়ে আগুন পোহাতে দেখা গেছে তাদেরকে।
মঙ্গলবার ভোর থেকে কনকনে ঠান্ডার সঙ্গে বৃষ্টি মতো কুয়াশা ঝরায় দিনের আলোয় বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। বেলা বাড়লেও ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে দেখা গেছে জেলার চারপাশ।
জেলার পৌর শহরের আলমগীর হোসেন নামের একজন দিনমজুর বলেন, সকাল থেকেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। কাজে বের হতে পারছি না।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, আজ সকাল ৬টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মূলত হিমালয়ের একেবারে কাছে অবস্থিত হওয়ায় এ জেলায় শীতের তীব্রতা একটু বেশি।
বাংলা৭১নিউজ/এবি