বাংলা৭১নিউজ, রংপুর: দেশে বর্তমানে বিচারহীনতার সংস্কৃতি চলছে জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, গত তিন মাসে দেশে এক হাজার ৫০০ মানুষ খুন হয়েছে। তার কোনো বিচার হয়নি।
আজ সোমবার দুপুরে রংপুরে তিনদিনের সফরে এসে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন এরশাদ।
জাতীয় পার্টির নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাসহ সারা দেশে হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ৩০০ বছর ধরে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে। দলীয়ভাবে নির্বাচন হয়নি। দলীয়ভাবে নির্বাচন হওয়ায় আমাদের ভাবমূর্তি নষ্ট হয়েছে।
এরশাদ বলেন, চারজন শিক্ষক রাজশাহী ইউনিভার্সিটির মারা গেল। পিতামাতার পরে আমরা যাদের সম্মান করি। একটাও তো বিচার হলো না। জানলাম না কী হলো। এভাবে দেশ চলতে পারে না।
বাংলা৭১নিউজ/এমজে