পঞ্চগড়ের তালমাসহ সকল নদী দখলমুক্তকরণ ও দখলদারীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পঞ্চগড় শেরে-বাংলা চত্বরের পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের সামনে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এ,কে,এম আনোয়ারুল ইসলাম খায়ের, উদীচী শিল্পী গোষ্ঠী জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, পঞ্চগড় দারিদ্র্য কল্যাণ সংষ্কার পরিচালক সাংবাদিক শাহজালাল, নাট্যগোষ্ঠী ভূমিজের সভাপতি সরকার হায়দার ও পরিবেশকর্মী আজহারুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের কর্মীরা।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, তালমা নদীসহ পঞ্চগড়ের বিভিন্ন নদীর গতিপথ বন্ধ করে যারা বিনোদন পার্ক, কলকারখানা ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখল করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।এ সময় বক্তারা সকল নদী দখলমুক্ত করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। তাদের দাবি পূরণ না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা৷
বাংলা৭১নিউজ/এবি