শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
৪৭ বছর পর ইসলামী বইমেলায় শিবিরের প্রকাশনী মেরিন ও অফশোর শিল্পে বি‌নিয়োগের আহ্বান : উপদেষ্টা সাখাওয়াত তিন হাজার কোটি টাকা ঋণ পাচ্ছে আইসিবি, গ্যারান্টার সরকার বিপ্লব উদ্যানের স্থাপনা ভেঙে সবুজ পার্ক করা হবে : চসিক মেয়র নতুন বাংলাদেশ গড়তে সরকার পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আগুনে পুড়ে ছাই গোডাউনসহ ১৮ দোকান, ৩ কোটি টাকার ক্ষতি ডোনাল্ড ট্রাম্পকে জামায়াতের অভিনন্দন প্রধান উপদেষ্টার পক্ষে অনুদানের চেক নিলেন ত্রাণ উপদেষ্টা কুষ্টিয়ায় ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনতাই ৫ কোটির টেন্ডার পেতে উত্তেজিত বিএনপি নেতা, তত্ত্বাবধায়ক লাঞ্ছিত ঢাকায় চলছে ইলেকট্রিক গাড়ি-বাইক ও মেডিকেল প্রযুক্তির প্রদর্শনী রাজনীতিতে অংশগ্রহণ প্রসারে নেদারল্যান্ডস-সিজিএসের প্রকল্প অক্টোবরে সীমান্তে ভারত ও মিয়ানমারের ১৩২৬ নাগরিক আটক আফরোজা আব্বাসের প্রচারে হামলার ঘটনায় মহিলালীগ নেত্রী গ্রেপ্তার পাল্টা ৩ প্যাকেজ ঘোষণা বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকদের ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশিকে ফেরত দিলো আরাকান আর্মি সংস্কারের জন্য সবার কাছ থেকে পরামর্শ আসতে হবে : প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে ৪৮ বাংলাদেশি আটক সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত এবার হত্যার হুমকি দেওয়া হলো শাহরুখ খানকে

তারেক রহমানকে টার্গেট করেছেন শেখ হাসিনা: ফখরুল

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৬ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে এই মামলার রায় শেখ হাসিনার নির্দেশ মোতাবেক হয়েছে। এভাবে নির্যাতনের মানেটা পরিষ্কার- আমাদেরকে নির্বাচনের মাঠ থেকে সরানো। মামলা দেয়ার এই তামাশা এখন সব মহলে হাস্যকর।’

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করেছেন বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেছেন, ‘সরকার অবৈধভাবে তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়েছে। তারেক রহমানের বিচক্ষণতা, জনপ্রিয়তা ও তার উত্থান সহ্য করতে পারছে না ক্ষমতাসীনরা।’

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার সন্ধ্যা ৬ টায় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ‘এভাবে নির্যাতনের মানেটা পরিষ্কার- আমাদেরকে নির্বাচনের মাঠ থেকে সরানো। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনীতি থেকে সরিয়ে দেয়া, আসন্ন নির্বাচন থেকে সরিয়ে দেয়া- এসব করে রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিচ্ছে এই সরকার। মামলা দেয়ার এই তামাশা এখন সব মহলে হাস্যকর।

‘আমাদের কর্মসূচি হলো এক দফা দাবি। এর মধ্যে আওয়ামী সরকারের পদত্যাগ, সংসদের বিলুপ্তি সবই থাকবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে এই মামলার রায় যে শেখ হাসিনার নির্দেশ মোতাবেক হয়েছে তার বড় প্রমাণ হলো আদালতে প্রায় ৪৯ লাখ মামলার জট থাকলেও আলোর গতিতে চলেছে এই মামলার কার্যক্রম।

‘রাত ৮/৯টা পর্যন্ত একতরফাভাবে সাজানো সাক্ষীকে দিয়ে শেখানো বুলি বলানো হয়েছে আদালতে। এক মাসে এই মামলাটির জন্য প্রতিদিন শুনানি করে ৪২ জন সাক্ষী দ্রুতগতিতে নিজেরা নিজেরা যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন।’

তিনি বলেন, আমাদের আইনজীবীরা এ ধরনের অস্বাভাবিক বিচার কাজের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে গেলে তাদের ওপর পুলিশ ও সরকারদলীয় আইনজীবীরা একাধিকবার হামলা চালিয়েছে। তাদেরকে আদালত কক্ষ থেকে বের করে দেয়া হয়েছে। গোটা দেশবাসী অবাক বিস্ময়ে হতবাক হয়ে প্রত্যক্ষ করেছে কিভাবে তামাশার বিচারের নামে ক্যামেরা ট্রায়াল চালানো হয়েছে।

‘আজকের (বুধবার) এই ফরমায়েশি রায় সরকারপ্রধানের হিংসা ও আক্রোশের বহিঃপ্রকাশ। দেশজুড়ে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে। তারেক রহমানের নেতৃত্বে জনগণের মধ্যে যে জাগরণ সৃষ্টি হয়েছে সেটিকে বিভ্রান্ত করতে অবৈধ আওয়ামী সরকারের এটি একটি কূটচাল। এক দফার চলমান আন্দোলনকে নেতৃত্বশূন্য করতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে প্রতিহিংসা মেটানো হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘একইভাবে সম্পূর্ণ মিথ্যা মামলায় দেশনেত্রী খালেদা জিয়াকে কারাদণ্ড দেয়া হয়েছে। বিনাশ ও সংকীর্ণতার পথ অবলম্বন করে তারা ন্যায়বিচারকে দেশান্তরিত করেছে। দেশের জনগণ বিচারের নামে এই প্রহসন, এই ফরমায়েশি রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com