ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফেনজল। আজ শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ঘূর্ণিঝড়টি তামিলনাড়ু-পদুচেরি উপকূলে করাইকাল ও মহাবলীপুরামের মধ্য দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। খবর এনডিটিভির।
এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ঝড়ের প্রভাবে তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরাম, কাল্লাকুরিচি ও কুদ্দালোর জেলা এবং পদুচেরিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের কারণে চেন্নাই বিমানবন্দরে ইন্ডিগো এয়ারলাইনসের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ার ইন্ডিয়া ফ্লাইটের অভ্যন্তরীণ রুটের উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে।
বেশ কয়েকটি উপকূলীয় এলাকায় এরই মধ্যে ঝড়ের প্রভাব দেখা দিয়েছে। সমুদ্রে ঢেউয়ের উচ্চতা বেড়ে গেছে।
ঝড়ের সতর্কতা হিসেবে পদুচেরি ও তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, চেনগালপাত্তু, কাঞ্চিপুরাম, ভিলুপ্পুরাম, কাল্লাকুরিচি ও কুদ্দালোর জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে। আরও কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে।
ঝড়ের সময় সমুদ্র উত্তাল থাকবে। তাই কর্তৃপক্ষ জেলে এবং মাছ ধরার নৌকাগুলোকে সমুদ্রে না যাওয়ার এবং ক্ষতি এড়াতে তাদের নৌকা ও অন্যান্য সরঞ্জাম উঁচু ভূমিতে রাখার পরামর্শ দিয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ