রাজধানীর লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত মো. গোলাম মোস্তাকিম রিন্টুর বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, জবানবন্দি নিয়ে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ৫৪ ধারায় এরইমধ্যে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভুক্তভোগী তরুণী মামলার প্রস্তুতি নিচ্ছেন। তার অভিযোগের ভিত্তিতেই রিন্টুকে গ্রেপ্তার করা হয়।
ডিসি তালেবুর রহমান বলেন, গত ১ মার্চ সন্ধ্যায় মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটির বয়েস হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে চায়ের দোকানে ধূমপান করছিলেন দুই তরুণী।
তখন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার গোলাম মোস্তাকিম রিন্টু তাদের প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রিন্টু তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং শারীরিকভাবে লাঞ্চনার চেষ্টা করে।
এ ঘটনায় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আশপাশের শতাধিক লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানার টহল টিম সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, তরুণীকে হেনস্তার ঘটনায় এর আগে রোববার (৯ মার্চ) অভিযুক্ত রিংকুকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখায় পুুলিশ।
বাংলা৭১নিউজ/এসএকে