শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আন্দোলন ঠেকাতে ১৭ দিন ধরে বন্ধ ঢাকা সিটি কলেজ অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ে গৃহীত কার্যক্রম আজ সেই ভয়াল ১৫ নভেম্বর দেশেই ইউরোপীয় দেশগুলোর দূতাবাস চান ভিসাপ্রত্যাশীরা মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়ন বন্ধ, ভোগান্তিতে প্রবাসীরা সাফা থেকে ৩ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ইসলামী ব্যাংক একদফা দাবি নিয়ে কাকরাইল মসজিদে প্রবেশ সাদ অনুসারীদের চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২ ঢাকার বাসায় ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত ভয়াবহ বায়ুদূষণের কবলে দিল্লি, বন্ধ হলো প্রাথমিকে সশরীরে ক্লাস প্যারাগুয়ের কাছে হার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বরিশালের সাবেক এমপি টিপু কেরানীগঞ্জে গ্রেপ্তার মাদ্রাসা ছাত্রদের মৃত্যুতে উল্লাস করব, প্রশ্ন মোস্তফা সরয়ার ফারুকীর বর্তমান সরকার শহীদ ও আহতদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারবে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশের সামনে দুটি পথ খোলা থাকবে ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন কেনেডি জুনিয়র এএমসিএলসহ ৪৬ প্রতিষ্ঠান পেলো আইসিএমএবি পুরস্কার চট্টগ্রামের উন্নয়নে ৩ খাতে সিঙ্গাপুরের সহায়তা চাইলেন ডা. শাহাদাত তিনদিনের মধ্যে এনআইডির ক্যাটাগরি করতে ইসির নির্দেশ

তফসিল ঘোষণার পরই প্রত্যাখ্যান করে রাস্তায় নামবে বিএনপি

বাংলা৭১নিউজ,ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১১ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করে রাস্তায় নামতে চায় বিএনপি। তাৎক্ষণিক ঝটিকা মিছিল এবং সড়ক অবরোধের পাশাপাশি তফসিল ঘোষণার পরদিন নির্বাচন কমিশন ঘেরাওয়ের প্রস্তুতি রাখতেও নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ে হরতাল-অবরোধের কর্মসূচিও চলবে। একতরফা তফসিল ঘোষণা হলে আজ বুধবার ইসলামী আন্দোলন নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করার ঘোষণা দিয়ে রেখেছে।

নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়ে বড় তিনটি দলকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। একে ইতিবাচকভাবে দেখছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। তবে এখন আর শর্তহীন সংলাপের পরিবেশ নেই বলেও মনে করছেন তাঁরা।

দলের একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া চিঠির একটি আনুষ্ঠানিক জবাব দিতে পারে বিএনপি।

গত সোমবার বিকেলে এই চিঠি পাওয়ার পর বিএনপি এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে তারা চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে।

বিএনপি ও যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিস্থিতির ওপর নির্ভর করে তাঁরা পরিকল্পনা তৈরি করবেন এবং পদক্ষেপ নেবেন।

বিএনপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, রবিবার রাতে বিএনপির শীর্ষ নেতৃত্ব দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে একাধিক ভার্চুয়াল বৈঠক করেন।

বৈঠকগুলোতে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে প্রতিক্রিয়া দেখানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। এ ছাড়া আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাওয়ের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের একটি সূত্র জানায়, তফসিল-পরবর্তী কর্মসূচি জোরালোভাবে পালনের বিষয়ে কঠোর মনোভাব ব্যক্ত করেছেন শীর্ষ নেতৃত্ব। এত দিন দল ও অঙ্গসহযোগী সংগঠনের জ্যেষ্ঠ নেতাদের অনেকে আত্মগোপনে ছিলেন। এখন তাঁদের প্রকাশ্যে আসার মানসিকতা তৈরি করার কথা বলেছেন তিনি।

এও বলেন, প্রয়োজনে রাজপথ থেকে গ্রেপ্তার হবেন। কিন্তু মাঠে থাকতে হবে।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নির্বাচনের তফসিল ঘোষণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘তফসিল নাটক বন্ধ করুন। নইলে সরকারের পতন না হওয়া পর্যন্ত অবরোধ চলতে থাকবে।’

প্রধান নির্বাচন কমিশনারের আজ বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা। আর আজ থেকে পঞ্চম দফায় বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে। এ অবস্থায় তফসিল ঘোষণা হলে বিএনপির আন্দোলনের গতি কোন দিকে যাবে তাও পরিষ্কার হবে। রাজনীতিতে নির্বাচনকেন্দ্রিক মেরুকরণও শুরু হবে তফসিল ঘোষণার পর।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আন্দোলন যে পর্যায়ে গেছে, জনগণ যেভাবে আন্দোলনকে সমর্থন দিচ্ছে তাতে তফসিল ঘোষণার পর মানুষ নিজ থেকেই রাস্তায় নেমে আসবে।

যুক্তরাষ্ট্রের চিঠি নিয়ে যা ভাবছে বিএনপি

যুক্তরাষ্ট্রের চিঠি পাওয়ার পর গত দুই দিনে দলের শীর্ষ পর্যায়ের নেতারা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তাঁরা মনে করেন, শুধু সংলাপের উদ্দেশ্যেই এই চিঠি দেওয়া হয়নি। নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে এ চিঠি দেওয়ার বিশেষ তাৎপর্য আছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, সংলাপ কিন্তু শুধু সংলাপের জন্য নয়। গণতান্ত্রিক সমাজব্যবস্থায় এর একটি বিশেষ তাৎপর্য রয়েছে এবং সেটি বাস্তবে অর্জন করতে হলে তার জন্য দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে, একটি অনুকূল পরিবেশ। অন্যটি হচ্ছে, পারস্পরিক আস্থা। বাংলাদেশে আজ এই দুটিই সম্পূর্ণ অনুপস্থিত। কাজেই অর্থবহ সংলাপ করতে হলে বিরোধীদলীয় নেতাকর্মীদের মিথ্যে মামলায় জেলে পুরে রেখে তা সম্ভব নয়।

মঈন খান বলেন, ‘এই মুহূর্তে সরকার তড়িঘড়ি করে একদলীয় নির্বাচনের মানসে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা করলে তা শুধু সংলাপের সম্ভাবনাকে দূরীভূত করবে না, বরং দেশের সার্বিক রাজনীতির পরিবেশকেও অনেক বেশি উত্তপ্ত করে তুলবে।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com