ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হতে পেরে আত্মহত্যা করেছেন নোহা (১৮) নামে এক শিক্ষার্থী। রোববার (১৬ জানুয়ারি) সকালে সাভারের রাজাশনের পলুর মার্কেট এলাকার নিজস্ব বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্বজনরা জানান, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেন নোহা।
নোহা ফরিদপুর জেলার কোতোয়ালি থানার মোমিনখাঁরহাট গ্রামের আব্দুল মজিদের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে সাভারের রাজাশনের পলুরমার্কেট এলাকায় বসবাস করতেন।
নিহতের বোন নুসরাত জাহান বলেন, নোহা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিল। কিন্তু পরীক্ষায় পাস করতে না পেরে সে হতাশ ছিল। তাই সে হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক হারুন-উর-রশিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।